Copa America 2021: অশান্ত কলম্বিয়া, কোপা আমেরিকা শুধু মেসিদের দেশেই
১৪ জুন আর্জেন্তিনা বনাম চিলে ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।
বুয়েনস আইরেস: গৃহযুদ্ধের মতো পরিস্থিতি কলম্বিয়ায়। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। যে কারণে কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব থেকে সরানো হল কলম্বিয়াকে। ফলে আগামী ১৪ জুন থেক শুরু হতে চলা প্রতিযোগিতার পুরোটাই হবে লিয়োনেল মেসির দেশ আর্জেন্তিনায়।
একদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি। অন্যদিকে অভ্যন্তরীণ অশান্তি। সেই কারণেই কলম্বিয়াকে দায়িত্ব থেকে সরানো হল। এবারের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব যুগ্মভাবে ছিল কলম্বিয়া ও আর্জেন্তিনার ওপর। পরিবর্তিত পরিস্থিতিতে কোপা আমেরিকা পুরোটাই সম্ভবত হতে চলেছে আর্জেন্তিনায়। করোনা আবহে টুর্নামেন্ট নিরুপদ্রবে আয়োজন করতে মরিয়া আর্জেন্তিনায় ব্যপক কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে।
কীরকম? আগামী ২৬ মে থেকে মেসি-দি মারিয়াদের কোয়ারেন্টিন পর্ব শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি অংশগ্রহণকারী বাকি ৯ দলও পৌঁছে যাবে। প্রত্যেক দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফ সহ সকলকে নিয়ম মেনে কোয়ারেন্টিন পর্ব কাটাতে হবে। সেই সময়ে অন্তত তিন বার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে। শিবিরে বাইরে থেকে কারও প্রবেশ নিষিদ্ধ। করোনা পরীক্ষার ফল টানা তিনবার নেগেটিভ এলে তবে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশে অনুমতি পাবেন ফুটবলাররা।
লিয়োনেল মেসি-অ্যাঙ্খেল দি মারিয়া-রা থাকবেন এজেইজা নামক একটি জায়গায়। সেখানে সবাইকে আলাদা ঘর দেওয়া হবে। এর জন্য ১৭টি ট্রেলার ভাড়া করা হয়েছে। বিশাল কিছু তাঁবুর ব্যবস্থা করা হচ্ছে, যেগুলির কোনওটিতে ফিটনেস সেন্টার, কোনওটিতে রেস্তোরাঁ, কোনওটায় কোভিড পরীক্ষা কেন্দ্র করা হবে। ঘেরা জায়গায় পারস্পরিক দূরত্ব বজায় রাখার জন্যেই এই ব্যবস্থা। আর্জেন্তিনা দলের চিকিৎসক দানিয়েল মার্তিনেজ জানিয়েছেন, দলের কয়েকজন ফুটবলার ইতিমধ্যেই করোনার টিকা নিয়েছেন। জানা গিয়েছে, সাইনোভ্যাক টিকা দেওয়া হতে পারে মেসিদের। তারপর শুরু হবে প্র্যাক্টিস।
কোপা আমেরিকায় গ্রুপ এ-তে রয়েছে আর্জেন্তিনা, চিলে, বলিভিয়া, উরুগুয়ে ও প্যারাগুয়ে। গ্রুপ বি-তে রয়েছে ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, পেরু ও ইকুয়েডর। ১৪ জুন আর্জেন্তিনা বনাম চিলে ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।