Commonwealth Games 2022: বার্মিংহামে ইতিহাস সৃষ্টিকারী লন বল দলকে শুভেচ্ছায় ভাসালেন মোদি, অনুরাগ ঠাকুররা
Lawn Bowls Team: খাতায় কলমে ভারতই এগিয়ে ছিল। ম্যাচে কিছুটা বেগ দিয়েছিল প্রোটিয়া বাহিনী। কিন্তু শেষ হাসি হাসে ভারত। ১৭-১০ স্কোরলাইনে হারিয়ে দেয় প্রোটিয়াদের।
![Commonwealth Games 2022: বার্মিংহামে ইতিহাস সৃষ্টিকারী লন বল দলকে শুভেচ্ছায় ভাসালেন মোদি, অনুরাগ ঠাকুররা Commonweath Games 2022: PM Modi congratulates Indian team for winning gold against South Africa in Lawn Bowls women’s fours Commonwealth Games 2022: বার্মিংহামে ইতিহাস সৃষ্টিকারী লন বল দলকে শুভেচ্ছায় ভাসালেন মোদি, অনুরাগ ঠাকুররা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/02/b8caa27352a400d61112a85f0b9406d11659457933_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্মিংহাম: সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পদক আগেই পাকা হয়ে গিয়েছিল। প্রশ্ন ছিল পদকের রঙ নিয়ে। মঙ্গলবার (২ অগাস্ট) মহিলাদের ফোরসে ভারতীয় লন বোলিং দল ইতিহাস গড়ল। সোনা জয়ের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত দেয় ভারত।
চাপের মুখে দারুণ পারফরম্যান্স
ফাইনালে নামার আগেও খাতায় কলমে ভারতই এগিয়ে ছিল। তবে ম্যাচে কিছুটা বেগ দিয়েছিল প্রোটিয়া বাহিনী। কিন্তু শেষ হাসি হাসে ভারত। ১৭-১০ স্কোরলাইনে হারিয়ে দেয় প্রোটিয়াদের। এদিন প্রথম থেকেই ফাইনালে এগিয়ে ছিল ভারতীয় দল। প্রথম থেকেই একের পর এক পদক্ষেপে এগিয়ে যাচ্ছিলেন ভারতের মেয়েরা। একটা সময় ৮-২ ব্যবধানে এগিয়ে ছিল ভারতীয় মহিলা লন বল দল। কিন্তু সেখান থেকেই দুরন্ত প্রত্যাবর্তন করে দক্ষিণ আফ্রিকা মহিলা লন বল টিম। স্কোর ৮-৮ করে ফেলে। তবে নিজেদের স্নায়ুর চাপ সামলে রেখে সোনা জয় নিশ্চিত করেন ভারতের মেয়েরা।
শুভেচ্ছার ঢল
এই ঐতিহাসিক জয়ের পর ভারতীয় লন বোলিং দলকে শুভেচ্ছায় ভাসায় জনতা। সেই তালিকায় সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বার্মিংহামে ঐতিহাসিক জয়। ভারত লাভলি চৌবে, পিঙ্কি সিংহ, নয়নমণি সাইকিয়া এবং রুপা রানি টির্কির সোনা জেতায়, তাদের জন্য গর্ববোধ করছে। গোটা দল দারুণ নৈপুণ্য ও দক্ষতার প্রদর্শন করেছে। এনাদের সাফল্য আগামী দিনে বহু ভারতীয়কে লন বোলিংয়ের দিকে আকৃষ্ট করবে।'
Historic win in Birmingham! India is proud of Lovely Choubey, Pinki Singh, Nayanmoni Saikia and Rupa Rani Tirkey for bringing home the prestigious Gold in Lawn Bowls. The team has demonstrated great dexterity and their success will motivate many Indians towards Lawn Bowls. pic.twitter.com/RvuoGqpQET
— Narendra Modi (@narendramodi) August 2, 2022
A Historic Gold for India in #CommonwealthGames Lawn Bowls!
— Anurag Thakur (@ianuragthakur) August 2, 2022
Absolutely ecstatic that our Women's Fours Team - Lovely Choubey, Pinki , Nayanmoni Saikia & Rupa Rani Tirkey has fetched the nation its first ever #LawnBowls medal defeating South Africa 17-10 in the final ! pic.twitter.com/8Pbio6W0qB
ক্রীড়মন্ত্রী অনুরাগ ঠাকুর লেখেন, 'কমনওয়েলথ গেমস লন বলে ভারতের ঐতিহাসিক সোনা জয়। আমাদের মহিলাদের ফোরস দল-লাভলি চৌবে, পিঙ্কি সিংহ, নয়নমণি সাইকিয়া এবং রুপা রানি টির্কি দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ স্কোরলাইনে পরাজিত করে লন বলে দেশকে প্রথম পদক এনে দেওয়ায় উচ্ছ্বসিত।'
আরও পড়ুন: কী এই লন বল? কেমনই বা এই খেলার নিয়মকানুন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)