এক্সপ্লোর
Advertisement
কানেকটিকাট ওপেন চ্যাম্পিয়ন সানিয়া মির্জা
নিউ হাভেন: ইউএস ওপেন শুরু হওয়ার ঠিক আগে কানেকটিকাট ওপেনে চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন সানিয়া মির্জা। রোমানিয়ার মনিকা নিকালেস্কুর সঙ্গে জুটি বেঁধে মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া। ফাইনালে উইক্রেনের কাতেরিনা বন্দারেঙ্কো এবং তাইওয়ানের চুয়াং চিয়া জুংকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছে ইন্দো-রোমানিয়ান জুটি। সানিয়াদের পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৬-৪।
নিকালেস্কুর সঙ্গে এর আগেও জুটি বেঁধে খেলেছেন সানিয়া। ২০১০ সালে তাঁরা একটি টুর্নামেন্টেই একসঙ্গে খেলেছিলেন। সেবার কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন তাঁরা। তবে এবার চ্যাম্পিয়ন হলেন। যদিও ফাইনালে কঠিন লড়াইয়ের পর জয় এসেছে।
ডাবলসে এককভাবে বিশ্বের এক নম্বর সানিয়া বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই একে অপরকে চিনি। আমাদের খেলার ধরনও একইরকম। ফলে আত্মবিশ্বাস ছিল। প্রথম কয়েকটা ম্যাচ সহজ ছিল। ফলে আমাদের ছন্দ পেতে সুবিধা হয়েছে।’
সানিয়া আরও বলেছেন, ইউএস ওপেনের ঠিক আগে এই টুর্নামেন্টে খেলার ইচ্ছা ছিল না তাঁর। নিকালেস্কুর কথাতেই তিনি খেলতে রাজি হন। গ্র্যান্ডস্ল্যামের আগে ট্রফি পাওয়ায় ভাল লাগছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
আন্তর্জাতিক
খবর
Advertisement