Veda Krishnamurthy’s mother death: করোনায় মৃত্যু এই ভারতীয় ক্রিকেটারের মায়ের
শনিবার সন্ধ্যায় বেদার মা চেলুভাম্বা দেবী প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন জাতীয় মহিলা দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তির মা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকার বোনও কোভিড আক্রান্ত। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন তিনিও। দুঃসংবাদটি দিয়েছেন বেদা নিজেই। সোশ্যাল মিডিয়ায় তিনি মায়ের মৃত্যুর খবরটি দেন। যা জানাজানি হওয়ার পর শোকস্তব্ধ দেশের ক্রিকেট মহল।
দিন দিন আরও ভয়াবহ হচ্ছে করোনা। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতের বেহাল দশা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়েছিলেন ঝুলন গোস্বামী-মিতালি রাজদের সতীর্থের মা। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বেদার বোনও ভর্তি হাসপাতালে। তবে বেদা জানিয়েছেন, তিনি নিজেও করোনা পরীক্ষা করিয়েছিলেন। যেহেতু তিনি আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। তিনি সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি সুস্থ আছেন।
শনিবার সন্ধ্যায় বেদার মা চেলুভাম্বা দেবী প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এপ্রিল মাসের ২০ তারিখ করোনা আক্রান্ত হন তিনি। প্রথমে হোম আইসোলেশনেই ছিলেন তিনি। তবে শুক্রবার রাতে পরিস্থিতির অবনতি ঘটে। সঙ্গে সঙ্গেই তাঁকে কর্নাটকের চিকামাগালুরুর কাদুর জেলার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। বেদা ট্যুইট করে টকলিজুমাব ইনজেকশনের জন্য আবেদন করেছিলেন। আপদকালীন ভিত্তিতে ইঞ্জেকশনটি জোগাড়ের আপ্রান চেষ্টা করা হয়। তবে লাভ হয়নি। দেরি হয়ে যায়। কয়েক ঘণ্টা পরে বেদা ফের ট্যুইটারে জানিয়ে দেন, তিনি তাঁর মাকে হারিয়েছেন। পাশাপাশি জানান, তাঁর বোনের অবস্থাও সঙ্কটজনক। তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। সকলকে তিনি আবেদন করেন, মানসিকভাবে এই বিপর্যয়ের সময়ে কেউ যেন তাঁদের বিব্রত না করেন। পাশাপাশি এই দুঃসময়ে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট তারকা। তিনি ট্যুইটারে লেখেন, 'আপনারা বুঝতেই পারছেন মাকে হারিয়ে আমাদের পরিবার বিপর্যস্ত। যাঁরা একই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন তাঁদের জানাই সমবেদনা।'