এক্সপ্লোর
প্রাক্তন ক্রিকেটার টম মুডিকে মুডিজ রেটিং সংস্থার সঙ্গে গুলিয়ে ফেললেন সিপিএম কর্মীরা, ফেসবুকে ধিক্কার, ‘কেন ভাল রেটিং দিলেন’?

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিজ বিশ্ববাজারে ভারতের রেটিং বাড়িয়েছে। ফলে বেজায় অসন্তুষ্ট সিপিএম কর্মীরা। কিন্তু একটু গোলমাল করে ফেলে তাঁরা তাঁদের যাবতীয় ঝাল ঝেড়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডির ওপর। আসল মুডিজ ধরাছোঁয়ার বাইরে কিনা।
মুডিজ ভারতের রেটিং বাড়ানোয় কেরলের কমরেডরা ধরে নেন, ক্রিকেটার টম মুডি নরেন্দ্র মোদীর কাছ থেকে টাকা নিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। আর যায় কোথায়! মুডির ফেসবুক পেজে শুরু হয়ে যায় তাঁর প্রতি আক্রমণ। কমরেডদের প্রশ্ন, কেরলকে ভাল রেটিং দিলে অসুবিধে ছিল না। ‘নরেন্দ্র মোদীর’ ভারতের রেটিং বাড়ানোর সাহস আসে কোত্থেকে!
মুডিজ ভারতের রেটিং বাড়ানোয় কেরলের কমরেডরা ধরে নেন, ক্রিকেটার টম মুডি নরেন্দ্র মোদীর কাছ থেকে টাকা নিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। আর যায় কোথায়! মুডির ফেসবুক পেজে শুরু হয়ে যায় তাঁর প্রতি আক্রমণ। কমরেডদের প্রশ্ন, কেরলকে ভাল রেটিং দিলে অসুবিধে ছিল না। ‘নরেন্দ্র মোদীর’ ভারতের রেটিং বাড়ানোর সাহস আসে কোত্থেকে! কেউ কেউ অবশ্য ভুল বুঝে মনে করানোর চেষ্টা করেন, রেটিং দিয়েছে মুডিজ সংস্থা, ক্রিকেটার মুডি নন। কিন্তু কে শোনে কার কথা! খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















