Graeme Smith News: ভারতের বিরুদ্ধে সিরিজের আগে বর্ণবিদ্বেষের অভিযোগে তোলপাড় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট
South Africa Cricket: বর্ণবিদ্বেষের অভিযোগে বিদ্ধ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর গ্রেম স্মিথ, জাতীয় দলের কোচ মার্ক বাউচার ও সদ্য অবসর নেওয়া এ বি ডিভিলিয়ার্স (AB deVilliars)।
সেঞ্চুরিয়ন: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে বর্ণবিদ্বেষের অভিযোগে বিদ্ধ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। সবচেয়ে বড় কথা, কাঠগড়ায় তোলা হচ্ছে এমন তিনজনকে, যাঁদের মধ্য়ে দুজন এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের শেষ কথা। আর তৃতীয়জন কিংবদন্তি।
বর্ণবিদ্বেষের অভিযোগে বিদ্ধ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর গ্রেম স্মিথ (Graeme Smith), জাতীয় দলের কোচ মার্ক বাউচার (Mark Boucher) ও সদ্য অবসর নেওয়া এ বি ডিভিলিয়ার্স (AB deVilliars)।
সোমবার এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা বোর্ড জানিয়েছে এই অভিযোগের কথা। বলা হয়েছে, সামাজিক ন্যায়বিচার এবং জাতিগঠন কমিশনের (এসজেএন) সুপারিশে এই তদন্ত শুরু করা হবে। দুই প্রাক্তন ক্রিকেটারের বর্ণবিদ্বেষী মনোভাব নিয়ে ২৩৫ পৃষ্ঠার দীর্ঘ রিপোর্ট তৈরি করেছে এই কমিশন। তার প্রধান ডুমিসা নিটসেবেজ়া তিন প্রাক্তন ক্রিকেটার স্মিথ, বাউচার এবং এ বি ডিভিলিয়ার্সের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন যে, তাঁরা বর্ণবিদ্বেষী মনোভাব পোষণ করেন। রিপোর্টে স্পষ্ট করে লেখা রয়েছে, এই তিনজনই কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের দলে নির্বাচনের প্রসঙ্গে বর্ণবিদ্বেষী মনোভাব পোষণ করতেন। তারই সঙ্গে অভিযোগের আঙুল তোলা হয়েছে বোর্ডের প্রশাসকদের দিকে, যাঁরা বিষয়টিকে তেমন গুরুত্বই দিতে চাননি ।
বিতর্ক মেটাতে এ বার তদন্তে নামতে বাধ্য হল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড । বোর্ডের ক্রিকেট ডিরেক্টর গ্রেম স্মিথ ও হেড কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে । যদি সত্যতা প্রমাণিত হয়, তা হলে দু’জনকেই পদ ছাড়তে হতে পারে । বোর্ড এক বিবৃতিতে বলেছে, বর্ণবিদ্বেষকে সমর্থন করে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। এর বিরুদ্ধে লড়াই করাটা দায়িত্ব বলেই মনে করে । তাই সিএসএ তার দুই কর্মী স্মিথ ও বাউচারের বিরুদ্ধে তদন্ত শুরু করছে। পেশাদার আইনজীবীরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখবেন। তদন্ত চলাকালীন স্মিথ ও বাউচার নিজেদের পদে বহাল থাকবেন। বোর্ডের আশা, দ্রুত এই ব্যাপারটার নিষ্পত্তি হবে।