এক্সপ্লোর
Advertisement
তিনটি টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, ৮ জুলাই থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট
ভারত সহ অন্য দলগুলি ফের কবে খেলা শুরু করবে, সেটা এখনও জানা যায়নি।
লন্ডন: কয়েকমাস বন্ধ থাকার পর ৮ জুলাই থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট ম্যাচ হবে হ্যাম্পশায়ারে। এই ম্যাচ শুরু হবে ৮ জুলাই। দ্বিতীয় টেস্ট হবে ওল্ড ট্র্যাফোর্ডে। এই ম্যাচ শুরু ১৬ জুলাই। সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ২৪ জুলাই থেকে। এই ম্যাচটিও হবে ওল্ড ট্র্যাফোর্ডেই। মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ক্রিকেটারদের। আম্পায়ার বা কোনও সতীর্থর হাতে টুপি, সোয়েটার বা অন্য কিছু তুলে দেওয়া যাবে না। এই সিরিজে মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকবে না। দর্শকশূন্য মাঠেই খেলা হবে।
England Men will play three Tests against the West Indies in July, subject to UK Government clearance to return behind closed doors
— England and Wales Cricket Board (@ECB_cricket) June 2, 2020
ইসিবি ডিরেক্টর অফ ইভেন্টস স্টিভ এলওর্দি জানিয়েছেন, ‘এই সফর বাস্তবায়িত করার জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যেরকম সহযোগিতা করেছে এবং দায়বদ্ধতার পরিচয় দিয়েছে, তার জন্য ওদের ধন্যবাদ জানাই। আমরা ক্রিকেটের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছি। আমরা সরকার ও মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা অবিশ্বাস্য সাহায্য পাচ্ছি। আমরা টেস্ট ম্যাচের প্রস্তাবিত দিনের কথা জানিয়েছি। সরকার অনুমোদন দিলেই নির্দিষ্ট দিনে খেলা হবে।’
England have announced the dates and venues for their Test series against West Indies, pending approval from the UK government.
It is hoped that the series will begin on July 8! pic.twitter.com/qKyJlOCxX9
— ICC (@ICC) June 2, 2020
করোনা সংক্রমণের জেরে এ বছরের মার্চ থেকেই বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ডই ফের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চলেছে। ভারত সহ অন্য দলগুলি ফের কবে খেলা শুরু করবে, সেটা এখনও জানা যায়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement