World Cup 2027: প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের আসরেই দুর্দান্ত ম্য়াচ, এই মাঠেই হবে বিশ্বকাপের খেলা
International Cricket: এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বৃষ্টি থাবা বসিয়েছিল এদিন। সেই ম্য়াচে দুটো দলের ১৫ ওভারের ম্য়াচ হয়। কানাডা প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান বোর্ডে তুলে নেয়।

উইন্ডহোয়েক: ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের ম্য়াচ হবে এই মাঠেই। নামিবিয়ার সেই মাঠেই প্রথমবারের জন্য আন্তর্জাতিক ম্য়াচ আয়োজিত হল। আর অভিষেক আন্তর্জাতিক ম্য়াচেই রোমহর্ষক থ্রিলারের সাক্ষী থাকল সবাই। ১৯ মার্চ পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে মুখোমুখি হয়েছিল নামিবিয়া ও স্কটল্য়ান্ড। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্য়াচে নামিবিয়া কানাডাকে শেষ বলের রোমহর্ষক লড়াইয়ে হারিয়ে দিলেন।
এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বৃষ্টি থাবা বসিয়েছিল এদিন। সেই ম্য়াচে দুটো দলের ১৫ ওভারের ম্য়াচ হয়। কানাডা প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান বোর্ডে তুলে নেয়। জবাবে নামিবিয়া রান তাড়া করতে নেমে শেষ বলে দুরন্ত জয় ছিনিয়ে নেয় নামিবিয়া। জেজে স্মিথ ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে ম্য়াচ জিতিয়ে দেন নামিবিয়াকে।
কেকেআরের প্রথম ম্য়াচেই বৃষ্টির সম্ভাবনা
বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাতে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিস্তারিত নজর রাখা যাক আজকের ওয়েদার আপডেট-এ।
আসামে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখার দাপটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। এটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর ফলে বদলাতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গে, আজ, ২০ মার্চ, বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছেই সব জেলাতেই।
রাজস্থানের নেতৃত্বে রিয়ান
প্রথম ম্য়াচেই হায়দরাবাদের উপল স্টেডিয়ামে সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস আগামী ২৩ মার্চ। এছাড়া এরপরের দুটো ম্য়াচ যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। এক প্রেস বিবৃতিতে রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছে, ''এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম তিনটি ম্য়াচে নেতৃত্বে দেবেন রিয়ান পরাগ। রাজস্থান প্রথম ম্য়াচে হায়দরাবাদের বিরুদ্দে খেলতে নামবে। এছাড়া পরের দুটো ম্য়াচে কেকেআর ও সিএসকের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান। সেই ম্য়াচ তিনটিতে রিয়ান নেতৃত্বভার সামলাবেন।''
আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের এবারের মরশুম। কেকেআর তাঁদের ঘরের মাঠে মুখোমুখি হবে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
