Ahmedabad Plane Crash: আমদাবাদ দুর্ঘটনায় শোকস্তব্ধ দেশবাসীর উদ্দেশে ইংল্যান্ড সিরিজ় শুরুর আগে বিশেষ ঘোষণা ঋষভ পন্থের
ENG vs IND: আমদাবাদ বিমান দুর্ঘটনার আবহে ভারতীয় দলের তারকারা নিজেদের আন্তঃদলীয় ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে।

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে রাত পোহালেই শুরু হতে চলেছে ভারতীয় দলের পাঁচ ম্যাচের (ENG vs IND) টেস্ট সিরিজ়। ভারতীয় দল বহু আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। তবে এর মাঝেই দেশে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমদাবাদে (Ahmedabad Plane Crash) এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে মোট ২৬৫ জনের প্রাণ গিয়েছে। এই ঘটনায় গোটা দেশজুড়েই শোকের ছায়া। ভারত থেকে বহুদূরে থাকা টিম ইন্ডিয়াও যে এই ঘটনায় সমব্যথিত সে কথা স্পষ্ট করে দিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)।
ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক এই সময়ে নিজেদের খেলার মাধ্যমে দেশবাসীর মুখে একটু হলেও হাসি ফোটানোর প্রচেষ্টায় রয়েছেন। সাংবাদিক সম্মেলনে ঋষভ পন্থ বলেন, 'গোটা ভারতবর্ষেরই হৃদয়ভঙ্গ হয়েছিল। আমাদের তরফে আমরা ওঁদের মুখে আবার হাসি ফুটিয়ে এই দুঃখ খানিকটা কম করার চেষ্টাটুকু করতে পারি। বিমান দুর্ঘটনায় যেটা হয়েছে তারপরে তো সকলেরই আবেগঘন হওয়াটাই স্বাভাবিক। আমরা দেশের জন্য নিজদের সেরাটা দিতে পারি। আমরা কীভাবে ওঁদের মুখে হাসি ফোটাতে পারি? এই বাড়তি দায়িত্বটা তো সবসময়ই আমাদের ওপর থাকে।'
প্রসঙ্গত, এই দুর্ঘটনার ছয় দিন পর এয়ার ইন্ডিয়ার তরফে বিরাট সিদ্ধান্ত নেওয়া হল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার থেকে তাদের আন্তর্জাতিক উড়ানের সংখ্যা বিশেষত ওয়াইডবডি বিমানের সংখ্যা ১৫ শতাংশ হারে কমিয়ে দেওয়া হবে। আগামী বেশ কয়েক সপ্তাহের জন্য এই পরিষেবা কমানো হবে বলে জানানো হয়েছে। ২০ জুন থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার ৬ দিন পরেই এই ঘোষণা করা হয়েছে।
এক্স হ্যান্ডলে একটি বিস্তারিত বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া। এই বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতদের তারা সংস্থার বৃহত্তর পরিবারের অংশ বলেই মনে করেন। এই কঠিন সময়ে তাদেরকে সমবেদনা জানায় সংস্থা। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং গুজরাত সরকারের সঙ্গে সম্মিলিতভাবে এয়ার ইন্ডিয়া নিহতদের পরিবার এবং আহতদের সহায়তা করার সম্ভাব্য প্রচেষ্টা চালাচ্ছে। হাসপাতালে যে কোনওরকম সহায়তার জন্য এবং মৃতদের দেহাবশেষ তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়া ও টাটা গ্রুপের স্বেচ্ছাসেবকদের আমেদাবাদে নিযুক্ত করা হয়েছে।
তবে এই বদলের কারণে যাত্রীদের কোনও অসুবিধে হবে না বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে কোনওরকম বদলের বিষয়ে যাত্রীদের সবটা আগাম জানানো হবে।




















