Sanju Samson: 'অল ইজ ওয়েল..', চোট পেয়ে বার্তা স্যামসনের, আরোগ্য কামনায় ধবন, হার্দিকরা
Sanju Samson Update: প্রথম ম্যাচে ভাল পারফর্মও করতে পারেননি। একবার জীবনদান পেয়েও সেই ওভারেই ক্য়াচ আউট হয়ে ফিরেছিলেন চালিয়ে খেলতে গিয়ে।
মুম্বই: ভাগ্য়ের পরিহাস। ঋষভ পন্থ চোট পেয়ে ছিটকে যাওয়ায় সুযোগ চলে এসেছিল তাঁর কাছে। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই চোট পেয়ে ছিটকে গেলেন এবার গোটা সিরিজ থেকে। সঞ্জু স্যামসনের সময়টা সত্যিই খারাপ। প্রথম ম্যাচে ভাল পারফর্মও করতে পারেননি। একবার জীবনদান পেয়েও সেই ওভারেই ক্য়াচ আউট হয়ে ফিরেছিলেন চালিয়ে খেলতে গিয়ে। আরও দুটাে ম্যাচ ছিল নিজেকে প্রমাণ করানোর। কিন্তু কাল হল চোট।
নিজের ইনস্টাগ্রাম সঞ্জু একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ''অল ইজ ওয়েল.''। তাঁর ছবিতে কমেন্ট করেছেন চলতি লঙ্কা সিরিজে ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তিনি একটি ভালবাসার ইমোজি পোস্ট করেছেন। বাঁহাতি তারকা ওপেনার শিখর ধবন কমেন্ট করেছেন, ''দ্রুত সুস্থ হয়ে ওঠো ভাই''। এছাড়াও যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রীও ইমোজি দিয়ে সঞ্জুর আরোগ্য কামনা করেছেন।
শোনা যাচ্ছিল ভারতীয় দলের সঙ্গে সঞ্জু স্যামসন পুণেতে যাননি, তিনি মুম্বইতেই রয়েছেন। শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই ঝাঁপ দিয়ে পাথুম নিসাঙ্কার ক্যাচ ধরতে যান স্যামসন। এই ক্যাচের প্রয়াসেই তাঁর হাঁটুতে চোট লাগে। যদিও ম্যাচে এই ঘটনা ঘটার পরেও সঞ্জু মাঠে ছিলেন বটে, তবে তাঁকে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের উপদেশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই চোটের কারণেই তাঁর আর টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না। সদ্যই বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে স্যামসনের সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়।
বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে বলা হয়, 'স্যামসন ওয়াংখেড়েতে ভারত শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাউন্ডারির কাছে এক বল ধরতে গিয়ে বাঁ-হাঁটুতে চোট পান। এর ফলেই সঞ্জু স্যামসন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেলেন। সঞ্জুকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় এবং তারপরেই এক বিশেষজ্ঞ তাঁকে বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দেন।' ভারতীয় নির্বাচক কমিটি সঞ্জুর বদলে জীতেশ শর্মাকে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য দলে সুযোগ দিয়েছে।
পুণেতেই ফয়সালা?
বৃহস্পতিবার পুণেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতলেই সিরিজ জয়ের সুযোগ ভারতের। আর তার আগে ভারতীয় দলকে চিন্তাভাবনা করতে হচ্ছে প্রথম একাদশ নিয়ে। কারণ, দলে অন্তর্ভুক্ত হয়েছেন অর্শদীপ সিংহ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাঁহাতি পেসারকে খেলানো হতে পারে। কিন্তু অর্শদীপ খেললে কার বদলে? তা নিয়ে চিন্তাভাবনা করতে হতে পারে রাহুল দ্রাবিড়-হার্দিক পাণ্ড্যদের।