Arshdeep Singh: এবার গরবা নৃত্যেও ভারত-পাকিস্তান দ্বৈরথের আঁচ, ভাইরাল অর্শদীপের সেলিব্রেশন নকল করে নাচের ভিডিও
Viral Video: পাকিস্তানকে খোঁচা দিয়ে অর্শদীপের একাধিক পোস্ট নেটিজেনদের নজর কাড়ে। এবার তার আঁচ দেখা পড়ল গরবাতেও।

নয়াদিল্লি: ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) এশিয়া কাপ ফাইনালের ম্যাচ শেষ হয়েছে কয়েকদিন হয়েছে। তবে সেই ম্য়াচ নিয়ে কিন্তু এখনও চর্চা অব্যাহত। এবার এশিয়া কাপ ফাইনাল শেষে অর্শদীপ সিংহের (Arshdeep Singh) সেলিব্রেশনের রেশ দেখা গেল গরবা নাচেও।
ভারত বনাম পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচে ২২ গজে ব্যাট বলের লড়াইয়ের থেকেও অনেক ক্ষেত্রেই এই ম্যাচগুলি ঘিরে বিতর্ক এবং সেলিব্রেশন বেশি করে সেলিব্রেশন কেড়ে নিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় উভয় দলের তারকাদেরই বিভিন্ন সেলিব্রেশন, ম্যাচ চলাকালীন করা অঙ্গভঙ্গিগুলি ভাইরাল হয়। এশিয়া কাপের ম্যাচ শেষে তো অর্শদীপ সিংহ কার্যত সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেন। পাকিস্তানকে খোঁচা দিয়ে অর্শদীপ সিংহের একাধিক পোস্ট নেটিজেনদের নজর কাড়ে। এবার তার আঁচ পড়ল গরবা নাচেও।
দশেরায় গরবা নৃত্যের রীতি বহু দিনের। সোশ্যাল মিডিয়ায় এমনই এক গরবা নৃত্যের ভিডিও অনেকেরই বেশ নজর কেড়েছে। ভিডিওতে দুই যুবককে গরবা নৃত্যের মাঝেই আবরারকে ভেঙিয়ে অর্শদীপের সেলিব্রেশন নকল করতে দেখা গিয়েছে। অর্শদীপ নিজেই এশিয়া কাপ জয়ের রাতে হর্ষিত রানা, জীতেশ শর্মাদের সঙ্গে নিয়ে আবরারের মাথা নাড়ানোর সেলিব্রেশন নকল করেছিলেন। এবার সেই সেলিব্রেশন যোগ করেই এক অভিনব গরবা নৃত্য পরিবেশন করলেন দুই তরুণ যুবক।
😂😂🚀🚀🔥 pic.twitter.com/52K1DsYUVs
— Aarshdeep Singh (@itsrealarsh) October 2, 2025
তবে তাঁর এই সেলিব্রেশনের জন্য অর্শদীপের বিরুদ্ধে কিন্তু অভিযোগও দায়ের করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির কাছে এশিয়া কাপ ফাইনালের ঠিক আগেই নালিশ জানিয়েছে বলে খবর। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ২১ সেপ্টেম্বরের ম্যাচে অর্শদীপ 'অশ্লীল অঙ্গভঙ্গি' করেছেন বলে পিসিবির তরফে অভিযোগ করা হয়েছে, Samaa TV-র রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। ফাইনালের আগেই পাকিস্তানের তরফে এই অভিযোগ করে অর্শদীপের শাস্তির দাবি করা হয়েছে। পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে অর্শদীপ দর্শকদের উদ্দেশে যে অঙ্গভঙ্গি করেছেন তা আইসিসির নিয়মনীতির বিরোধী।
পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে অর্শদীপের অঙ্গভঙ্গি ক্রিকেটকে কলঙ্কিত করেছে। এমন যাঁরা আইসিসির নিয়মবিধি লঙ্ঘন করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার আবেদন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে এখনও শুনানি হয়নি। ম্যাচ রেফারির সামনে শুনানি হওয়ার পরেই কোনও ক্রিকেটার দোষী বা নির্দোষ সাব্যস্ত হবেন।




















