Arshdeep Singh: গত বছরের সেরা টি-টোয়েন্টি প্লেয়ার নির্বাচিত হলেন ভারতের এই বাঁহাতি তরুণ পেসার
ICC: বাঁহাতি তরুণ পেসারের সঙ্গে এই তালিকায় প্রতিযোগিতায় ছিলেন আরও চার ক্রিকেটার। তাঁরা হলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম।

মুম্বই: গত বছর আইসিসির বাছাই করা সেরা টি-টোয়েন্টি প্লেয়ার হলেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দেশের সেরা পেসার হয়ে উঠেছেন তিনি। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) উপস্থিতি সত্ত্বেও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ১৭ উইকেট ঝুলিতে পুরেছিলেন পাঞ্জাবের তরুণ পেসার। আইসিসির বিচারেও এবার সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হলেন অর্শদীপ। গোটা ২০২৪ বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের জার্সিতে বল হাতে কামাল দেখিয়েছেন অর্শদীপ।
ভারতের বাঁহাতি তরুণ পেসারের সঙ্গে এই তালিকায় প্রতিযোগিতায় ছিলেন আরও চার ক্রিকেটার। তাঁরা হলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। গত বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের জার্সিতে ১৮ ম্য়াচ খেলে মোট ৩৬ উইকেট। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন। ২০২৪ সালে ৭.৪৯ ইকনমি রেটে উইকেট তুলেছেন অর্শদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ৯ রানের মধ্যে ৪ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন অর্শদীপ।
View this post on Instagram
বছরের সেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে। ২০১৩ সালের পর ২০২৪। ১১ বছর পর ভারতীয় ক্রিকেট দল কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়। রোহিত শর্মার নেতৃত্বে সেই টুর্নামেন্টে টানা ৮টি ম্যাচ জিতেছিল ভারত। প্রথম কোনও অধিনায়ক হিসেবে ১০০ শতাংশ জয়ের হার নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ভারত অধিনায়ক নিজেও টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। রোহিত ছাড়া এই দলে জায়গা করে নিয়েছেন হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিংহ। বুমরা টুর্নামেন্টে মোট ১৫ উইকেট নিয়েছিলেন। তাঁকে টুর্নামেন্ট সেরার পুরস্কারও দেওয়া হয়। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন। বিরাট কোহলি অবশ্য এই দলে সুযোগ পাননি।
অর্শদীপ মোট ১৭ উইকেট নিয়েছিলেন গোটা টুর্নামেন্টে। তিনিই ছিলেন সর্বাধিক উইকেট শিকারি টুর্নামেন্টের৷ হার্দিক পাণ্ড্যরও ২০২৪ সাল টি টোয়েন্টি ফর্ম্যাটে দুর্দান্ত গিয়েছে। মোট ১৭ ম্যাচে ব্যাট হাতে ৩৫২ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১৬ উইকেট।
আরও পড়ুন: পারেননি সাকলিন, কানেরিয়ারাও, পাকিস্তান ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড নোমানের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
