Ashes 2025: ম্যাকগ্রাকে টেক্কা, সামনে শুধু ওয়ার্ন, অ্য়াশেজের মঞ্চে নতুন কীর্তি লিঁয়র
AUS vs ENG: এখন তাঁর পরেই জায়গা করে নিয়েছেন নাথান লিঁয়। টেক্কা দিলেন গ্লেন ম্য়াকগ্রাকে। ইংল্য়ান্ডের ওলি পোপ ও বেন ডাকেটকে আউট করার সঙ্গে সঙ্গেই ম্যাকগ্রাকে টেক্কা দিলেন লিঁয়।

অ্য়াডিলেড: অ্য়াশেজের মঞ্চে কিংবদন্তি গ্লেন ম্য়াকগ্রাকে টেক্কা দিলেন নাথান লিঁয়। অ্য়াডিলেডে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচে দ্বিতীয় দিনেই অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় গ্লেন ম্য়াকগ্রাকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন নাথান লিঁয়। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্য়ে সর্বাধিক উইকেটের মালিক শেন ওয়ার্ন। এখন তাঁর পরেই জায়গা করে নিয়েছেন নাথান লিঁয়। টেক্কা দিলেন গ্লেন ম্য়াকগ্রাকে। ইংল্য়ান্ডের ওলি পোপ ও বেন ডাকেটকে আউট করার সঙ্গে সঙ্গেই ম্যাকগ্রাকে টেক্কা দিলেন লিঁয়।
নাথান লিঁয় টেস্ট কেরিয়ারে ১৪১ ম্য়াচে ৫৬৪ উইকেট ঝুলিতে পুরেছেন। ৫০ রানের বিনিময়ে ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন লিঁয়। সেটিই তাঁর টেস্ট কেরিয়ারে ইনিংসে সেরা স্পেল। ম্যাকগ্রা তাঁর টেস্ট কেরিয়ারে ১২৪ ম্য়াচে ৫৬২ উইকেট নিয়েছেন। ২৪ রানের বিনিময়ে ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন ম্যাকগ্রা। সেটিই ছিল প্রাক্তন অজি পেসারের কেরিয়ারের সেরা স্পেল। দ্বিতীয় দিনের খেলা শেষে লিঁয় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ''ছোটবেলা থেকেই গ্লেন ম্য়াকগ্রা ও শেন ওয়ার্নকে দেখে ওঁদের আইডল মেনে এসেছি। আর গ্লেনের রেকর্ড ভাঙাটা তাই সত্যিই আমার কাছে ভীষণ স্পেশাল। এটা কেরিয়ারের শেষ পর্যন্ত আমার কাছে বিশেষ মুহূর্ত থাকবে। সতীর্থরা পাশে না থাকলে এই মাইলস্টোন কখনওই ছোঁয়া হত না আমার।''
View this post on Instagram
এদিকে, প্রথম ইনিংসে ৩৭১ রানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়। এরপর প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ২১৩ রান তুলেছে ইংল্যান্ড শিবির। দিনের শেষে জোফ্রা আর্চার ৩০ রানে ও বেন স্টোকস ৪৫ রানে অপরাজিত রয়েছে।
হাসপাতাল থেকে ছাড়া পেলেন যশস্বী জয়সওয়াল
হাসপাতাল থেকে ছাড়া পেলেন যশস্বী জয়সওয়াল। রিপোর্ট অনুযায়ী যশস্বী পেটে প্রবল গ্যাসের ব্যথা শুরু হয়। সেই থেকেই তাঁকে আদিত্য় বির্লা হসপাতালে নিয়ে যাওয়া হয়। রিপোর্টে দাবি করা হয় যশস্বী গোটা ম্যাচ জুড়েই পেট ব্যথার সমস্যায় ভুগছিলেন। পেট কামড়াচ্ছিল তাঁর। তবে ম্যাচের পর ব্যথা আরও বাড়ে। যদিও টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী বাঁহাতি ওপেনারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মুম্বইয়ে নিজের বাড়িতে ফিরে এসেছেন জয়সওয়াল। সেখানেই আপাতত বিশ্রামে থাকবেন তিনি।
সূত্রের খবর, পুরোপুরি সুস্থ হতে এখনও এক সপ্তাহ সময় লাগবে জয়সওয়ালের। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের শুরুর দিকের ম্য়াচগুলোতে খেলতে দেখা যাবে না জয়সওয়ালকে। মুম্বই আগামী ২৪ ডিসেম্বর সিকিমের বিরুদ্ধে তাঁদের বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করবে। ম্যাচে রোহিত শর্মাকে অনেক দিন পর বিজয় হাজারে ট্রফি খেলতে দেখা যাবে।




















