Asia Cup 2025: আমিরশাহির বিরুদ্ধে ঝড় তুলে ম্য়াচ শেষ করেছিলেন গিলরা, দরাজ সার্টিফিকেট দিলেন কপিল
IND vs UAE: আমিরশাহির বিরুদ্ধে কুলদীপ ৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। শিবম দুবে ৭ রানের বিনিময়ে ৩ উইকেটতুলে নিয়েছিলেন।

দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে একপেশে লড়াইয়ে জয়। এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ৫৮ রান তাড়া করতে নেমে মাত্র ২৭ বলে ১ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রাক্তন ভারত অধিনায়ক কিংবদন্তি কপিল দেব ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ হলেন।
ভারতের এশিয়া কাপ অভিযান নিয়ে কথা বলতে গিয়ে তিরাশির বিশ্বকাপজয়ী ভারকীয় দলের অধিনায়ক বলছেন, "আমি ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে চাই। এভাবে মাত্র পাঁচ ওভারের মধ্যে কাউকে ম্য়াচ শেষ করতে কখনও দেখিনি আমি।''
আমিরশাহির বিরুদ্ধে কুলদীপ ৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। শিবম দুবে ৭ রানের বিনিময়ে ৩ উইকেটতুলে নিয়েছিলেন। প্রথমে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে ৫৭ রানই বোর্ডে তুলতে পারে আমিরশাহি। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক ও শুভমন ওপেনিংয়ে ঝড় তোলেন। অভিষেক ফিরলেও সূর্যকুমারকে নিয়ে ম্য়াচ জিতিয়ে দেন গিল।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছেন অনেকেই। তবে বিসিসিআই কর্তারা কখনও এই বিষয়ে মুখ খোলেননি। কিন্তু দৈনিক জাগরণের প্রকাশিত খবর অনুযায়ী বিসিসিআইয়ের অফিশিয়ালরা দুবাইয়ে পৌঁছে গিয়েছেন ইতিমধ্য়েই। কিন্তু তাঁরা না কি খেলা দেখতে মাঠে যাবেন না। একজন হয়ত থাকবেন মাঠে, কিন্তু সে বিষয়ও কোনও বিবৃতি দেওয়া হয়নি। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এর আগে জানিয়েছিলেন, ''এটা দ্বিপাক্ষিক কোনও সিরিজ নয়। এশিয়া কাপ বা আইসিসি ইভেন্টে যদি পাকিস্তানের সঙ্গে না খেলা হয়। তবে ভারতকে এলিমিনেট হওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।''
পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত ২৬ জনের মধ্যে অন্যতম একজন ছিলেন শুভম দ্বিবেদী। তাঁর বাবা ভারত-পাকিস্তান ম্য়াচের আগে সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, ''গত ২২ এপ্রিল, ২০২৫-এ পাকিস্তান আমাদের দেশের নিরপরাধ ২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। সরকারে তরফে বলা হয়েছিল রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না এবং পাকিস্তানের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখা হবে না। তারপরে যেদিন থেকে ভারত ও পাকিস্তানের ম্য়াচের কথা প্রসঙ্গে যেদিন জানতে পারি তার থেকেই শুধু আমি নই, গোটা দেশই এর বিরোধিতা করছে। সকলেই বলছে রাজনৈতিক হোক বা মাঠে ময়দানে, পাকিস্তানের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখার প্রয়োজন নেই। আমি এই ম্য়াচের তীব্র বিরোধিতা করছি এবং ব্যক্তি সাধারণের অনুভূতির কথা মাথায় রেখে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি।''




















