Asia Cup 2025: শ্রেয়সের এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন উথাপ্পা, নিশানায় কে?
Shreyas Iyer: নির্বাচকণ্ডলীর প্রধান অজিত আগরকরে নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে শ্রেয়সের পাশে দাঁড়ালেন রবিন উথাপ্পা।

মুম্বই: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্স, গত আইপিএলে ছয়শোর বেশি রান ঝুলিতে, কিন্তু এতকিছুর পরও এশিয়া কাপে জায়গা হয়নি শ্রেয়স আইয়ারের। মঙ্গলবার এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড ঘোষণা হওয়ার পর থেকেই শ্রেয়স আইয়ারের ব্রাত্য থাকা নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচকণ্ডলীর প্রধান অজিত আগরকরে নিয়েও সমালোচনার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে শ্রেয়সের পাশে দাঁড়ালেন রবিন উথাপ্পা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আইপিএল জয়ী প্রাক্তন কেকেআর অধিনায়কের এশিয়া কাপের স্কোয়াডে না থাকা নিয়ে নির্বাচকদের একহাত নিয়েছেন।
শ্রেয়সের দল থেকে বাদ পড়ার ইস্যুতে তিনি অবাক, এমনটাই জানিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা। নিজের এক্স হ্যান্ডেলে পোস্টে উথাপ্পা লিখেছেন, ''টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল মোট ১৮টি টি-টোয়েন্টি ম্য়াচ হয়ত খেলবে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সেরা ব্য়াটার থাকা শ্রেয়সকে এশিয়া কাপের স্কোয়াডে দেখতে না পাওয়াটা সত্যি অবার করার মত। তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকে পড়বে শ্রেয়স। কারণ ও এই দলে ঢোকার যোগ্য দাবিদার। আমি আশা রাখি যে নির্বাচকরা নিশ্চিতভাবেই কথা বলবেন শ্রেয়সের সঙ্গে ওর বাদ পড়া নিয়ে।''
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শ্রেয়স আইয়ার। গোটা টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ডানহাতি এই ব্যাটার। ৫ ম্য়াচে ২৪৩ রান করেছিলেন শ্রেয়স। ৪৮.৬০ গড়ে ব্যাটিং করেছিলেন ডানহাতি ব্যাটার। ২টো অর্ধশতরান হাঁকিয়েছিলেন টুরনামেন্ে। ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৭৯।
গত আইপিএলে ষষ্ঠ সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন শ্রেয়স। ১৭ ম্য়াচে ১৭৫ এর ওপর স্ট্রাইক রেটে ৬০৪ রান করেছিলেন তিনি। গড় ছিল পঞ্চাশের ওপর। ৬টি অর্ধশতরান করেছিলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ছিল অপরাজিত ৯৭।
শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়ে অজিত আগরকরকে প্রশ্ন করা হয়েছিল। নির্বাচক মণ্ডলীর প্রধান জানিয়ে দেন, শ্রেয়স আইয়ারের দল থেকে বাদ পড়াটা যে তাঁর কোনও দোষের কারণে হয়নি। তিনি বলেন, ''আমি কেবল টি-টোয়েন্টির কথা বলতে পারি। জয়সওয়ালের ক্ষেত্রে বিষয়টা দুর্ভাগ্যজনক। অভিষেক (শর্মা) তো ভাল পারফর্ম করেছে এবং পাশাপাশি ও বোলিংটাও করতে পারে। এদের মধ্যে তো একজনকে বসতেই হত। জয়সওয়ালকে ওর সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। শ্রেয়সের ক্ষেত্রেও বিষয়টা এক। এতে ওর কোনও দোষ নেই, আমারও কিন্তু দোষী নই।' অর্থাৎ কোন পজিশনে শ্রেয়সকে খেলানো হতে পারে, তা নিয়ে সন্দিহান ছিলেন নির্বাচকরা, এর থেকেই পরিষ্কার।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে শ্রেয়স আইয়ার এখনও পর্যন্ত মোট ২৬টি টি-টোয়েন্টি ম্য়াচে ৯৪৯ রান করেছেন। একটি সেঞ্চুরি ও সাতটি অর্ধশতরান হাঁকিয়েছেন




















