Asia Cup 2025: গিলের আগমনে একাদশে স্যামসনের জায়গা পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন,সঞ্জুর খেলা প্রসঙ্গে অকপট সূর্যকুমার
Sanju Samson: শুভমন গিলের প্রত্যাবর্তনে কি হালে টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ওপেনিং করা সঞ্জু স্যামসন দল থেকে বাদ পড়বেন? অনেকেই এই প্রশ্ন করছেন।

নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টা পরেই মহাদেশে সেরা হওয়ার লড়াইয়ে মাঠে নেমে পড়বেন সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। বুধবার, ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হবে ভারত। ভারতের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে এই দলে বেশ কিছু রদবদল হয়েছে। একাদশ নিয়ে রয়েছে প্রশ্ন। শুভমন গিল প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন। সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন। গিলের প্রত্যাবর্তনে কি সঞ্জু স্যামসন (Sanju Samson) দল থেকে বাদ পড়বেন? অনেকেই এই প্রশ্ন করছেন।
এশিয়া কাপের প্রাক্কালে সব দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদবকে সঞ্জু স্যামসনের একাদশে থাকার বিষয়ে প্রশ্ন করা হয়। কিপার-ব্যাটার হিসাবে ভারতীয় দলে আমিরশাহির বিরুদ্ধে স্যামসন না জীতেশ শর্মা কাকে দেখতে পাওয়া যাবে প্রশ্ন করা হলে অধিনায়ক সূর্যকুমার প্রথমে মজা করে রিপোর্টারের উদ্দেশে বলেন, 'আপনাকে কোন একাদশ নিয়ে মাঠে নামবে সেটা মেসেজই করে দিই নাকি!' তারপরেই তাঁকে বলতে শোনা যায়, 'চিন্তা করবেন না আমরা ওর ভালভাবে খেয়াল রাখছি এবং কাল আমরা নিঃসন্দেহেই এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেব।'
বাংলাদেশ সিরিজ় বাতিল হয়ে যাওয়ায় ভারতীয় দল একমাসেরও অধিক সময় পরে ফের একবার মাঠে নামবে। পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দলগুলি সেখানে এশিয়া কাপের আগে ক্রিকেটের মধ্যেই ছিল। এই দীর্ঘ অন্তরাল কি টিম ইন্ডিয়ার জন্য সমস্যা তৈরি করতে পারে? এত সূর্যর জবাব, 'আমরা জানুয়ারি-ফেব্রুয়ারিতে মনে হয় শেষবার সকলে একসঙ্গে খেলেছিলাম। তবে তারপর তো ছেলেরা সকলেই আইপিএলেও খেলেছে। তবে এ নিয়ে তো কিছু করার নেই। দেখা যাক কী হয়।'
তিনি দলের প্রস্তুতির ওপর বরং ফোকাস করে বলেন, 'যে কোনও ফর্ম্য়াটে মাঠে নামার আগেই সবার আগে দেখা হয়, সেই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি কেমন হয়েছে। প্রস্তুতি ভাল হলে মাঠে নামার সময়ে সকলেই আত্মবিশ্বাসী থাকে। নিঃসন্দেহেই আমরা বহুদিন পর টি-টোয়েন্টি খেলতে নামছি। তবে আমরা এখানে তিন, চারদিন আগে এসেছি। ভালভাবে প্রস্তুতি সেরেছি। তাই টুর্নামেন্টে মাঠে নামার জন্য আমরা সকলেই মুখিয়ে রয়েছি।'
এবার সময় মাঠে নেমে পারফর্ম করার। টিম ইন্ডিয়া সফলভাবে নিজেদের এশিয়া কাপ খেতাব ডিফেন্ড করতে পারে কি না, সেটাই কিন্তু দেখার বিষয় হতে চলেছে।




















