Asia Cup: ভারতীয় বোর্ডের দাবি উড়িয়ে আরও চাপে পিসিবি প্রধান, এশিয়া কাপের ট্রফি এখন কোথায়?
Ind vs Pak: ফাইনালের পর তিনদিন কেটে গেলেও ট্রফি এখনও ভারতীয় দলের হাতে আসেনি । এসিসি প্রধান মহসিন নকভি ট্রফি নিজের সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন ।

দুবাই: দেখতে দেখতে তিনদিন কেটে গিয়েছে । রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরার খেতাব জিতেছে ভারত । কিন্তু সূর্যকুমার যাদবরা ট্রফি নেননি । পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নেবে না বলে আগেই জানিয় দিয়েছিল ভারতীয় দল । রবিবার এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনাল শেষ হওয়ার প্রায় ঘণ্টাখানেক পরে পোডিয়ামে ট্রফির ইঙ্গিত করে হাত উঁচিয়ে সেলিব্রেশন করেন ভারতীয় ক্রিকেটারেরা ।
এশিয়া কাপের সেই ট্রফি কোথায়? ভারত কি আদৌ পাবে সেই ট্রফি?
ফাইনালের পর তিনদিন কেটে গেলেও ট্রফি এখনও ভারতীয় দলের হাতে আসেনি । এসিসি প্রধান মহসিন নকভি ট্রফি নিজের সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন । বলা হয়, তিনি শুধু ক্রীড়া প্রশাসক নন, পাকিস্তানের রাজনীতিক ও কূটনীতিবিদও । পাকিস্তানের মন্ত্রিসভার সদস্যও নকভি । পহেলগাঁও জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতিতে কোনও পাক মন্ত্রীর হাত থেকে ট্রফি নেবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারতীয় দল ।
৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার দুবাইয়ে এশীয় ক্রিকেট কাউন্সিলের একটি বৈঠক হয় । সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল ট্রফি দেওয়ার কথা বলেন বলেই খবর । যদিও নকভি সেই দাবি উড়িয়ে দিয়েছেন । বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি ট্রফিটি সংগ্রহ করতে পারেন । পাশাপাশি বৈঠকের আলোচ্যসূচি ট্রফি হস্তান্তর নয় বলেও জানান নকভি ।




















