WC World Cup 2025: বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে হারের দুঃখ এখনও ভুলতে পারছেন না অজি অলরাউন্ডার
INDW vs AUSW: সেই ম্য়াচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের সেই হার এখনও ভুলতে পারেননি কিম গার্থ।

মেলবোর্ন: ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। তাও আবার ভারতের বিরুদ্ধেই। সেমিফাইনালেই দৌড় শেষ হয়েছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের। যেই দিন এখনও ভুলতে পারেননি অস্ট্রেলিয়ার বোলিং অলরাউন্ডার কিম গ্যারেথ। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সব ফর্ম্য়াটের সিরিজ খেলাটাও যে আগামী বছরে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে, তাও মনে করিয়ে দিলেন অজি ক্রিকেটার।
সেই ম্য়াচে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। নবি মুম্বইয়ে সেই ম্য়াচ সম্পর্কে কথা বলতে গিয়ে গ্যারেথ বলছেন, ''নিঃসন্দেহে আমার মনে হয় ওই ম্য়াচটি এখনও আমাদের কুঁড়ে কুঁড়ে খায়। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালের হারটি এখনও আমরা মানতে পারিনি। ভারত দুর্দান্ত একটা দল। যখনই আমরা ভারতের মাটিতে খেলি, তখনই দারুণ উপভোগ্য ক্রিকেট খেলতে পারি আমরা এখানে।''
ABC স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কিম আরও বলেন, ''অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্য়াচের টি-টোয়েন্টি, তিন ম্য়াচের ওয়ান ডে ও একটি টেস্ট খেলতে আসবে ভারতীয় দল। সেই সিরিজটিও দারুণ উত্তেজক হতে চলেছে, এটা বলাই বাহুল্য।''
বিশ্বকাপের মঞ্চে অন্যান্য দলগুলোও প্রথমসারির দলগুলোকে রীতিমত টেক্কা দিয়েছে বলে মনে করেন গার্থ। তিনি বলছেন, ''অস্ট্রেলিয়া একটা সময় পর্যন্ত দারুণ একটা দল ছিল। কিন্তু ধীরে ধীরে অন্য়ান্য দলগুলোও টেক্কা দিচ্ছে প্রথম সারির দলগুলোকে। বিশ্বকাপের মত মঞ্চে অন্য়ান্য দলগুলোও অস্ট্রেলিয়া ও ভারতকে টেক্কা দিচ্ছে রীতিমত।'
কিউয়িদের বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড বিরাটের
নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ৩৩টি ইনিংস খেলেছেন বিরাট কোহলি। মোট ১৬৫৭ রান করেছেন কিং কোহলি। শতরান হাঁকিয়েছেন মোট ৬টি ও অর্ধশতরান হাঁকিয়েছেন মোট ৯টি। ঘরোয়া ক্রিকেটে ১৫ বছর পর বিজয় হাজারে টুর্নামেন্টে খেলতে নেমেছেন বিরাট। প্রথম ম্যাচে শতরান ও দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলে ফেলেছেন। আরও একটি ম্যাচে খেলবেন কিং কোহলি। সেখানেও বড় ইনিংস খেলার আশাতেই নামবেন।
এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ঈশান কিষাণ ফিরতে পারেন। ফিরতে পারেন শুভমন গিলও। সদ্যই টি-টোয়েন্টি দল থেকে ছাঁটাই করা হয়েছে গিলকে। ঘাড়ের চোটের জন্য গিল প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে খেলতে পারেননি। তাঁর বদলে কেএল রাহুল অধিনায়কের দায়িত্ব পালন করেন। তবে তিনি ফিট হয়ে গিয়েছেন বলেই। তাই ফের একবার তাঁকেই আসন্ন ওয়ান ডে সিরিজ়ে দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজের ফিটনেস অনুশীলন শুরু করলেও অবশ্য তাঁর এই সিরিজ়ে সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে।




















