Glenn Maxwell: আইপিএলের মাঝেই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর বিশ্বকাপজয়ী তারকার, জানালেন নতুন লক্ষ্যের কথা
Glenn Maxwell Retirement: ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে চান ম্যাক্সওয়েল।

সিডনি: পাখির চোখ পরের বছরের টি-২০ বিশ্বকাপ। আর শুধু ক্রিকেটের সেই ফর্ম্যাটে মনোনিবেশ করতেই একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।
২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে চান ম্যাক্সওয়েল। সেই সঙ্গে বিগ ব্যাশ লিগ সহ অন্যান্য দেশের টি-২০ লিগেও খেলবেন তিনি। ক্রিকেটের এই ফর্ম্যাটেই পুরোপুরি সময় দিতে চান ম্যাক্সওয়েল। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য যিনি গোটা বিশ্বে ম্যাড ম্যাক্স নামে পরিচিত।
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ান ডে খেলেছেন তিনি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ওয়ান ডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ম্যাক্সওয়েল। সেই বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত এক পায়ে খেলা তাঁর বিধ্বংসী ডাবল সেঞ্চুরির ইনিংসকে অনেকে ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংস বলে থাকে। সেই ম্যাচে ৯১/৭ হয়ে যাওয়ার পর ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে প্যাট কামিন্সের সঙ্গে ২০২ রানের পার্টনারশিপ গড়েছিলেন ম্যাক্সওয়েল। যে পার্টনারশিপে কামিন্স করেছিলেন মাত্র ১২ রান। আমদাবাদে ফাইনালে ভারতকে হারিয়ে সেই বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
ওয়ান ডে ক্রিকেটে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট ১২৬। যা ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজ়ের আন্দ্রে রাসেলের ঠিক পরেই। ওয়ান ডে ক্রিকেটে ৪টি সেঞ্চুরি ও ২৩ হাফসেঞ্চুরি রয়েছে ম্যাক্সওয়েলের। সেই সঙ্গে ৭৭ উইকেট নিয়েছেন অফস্পিন বোলিং করে।
সব মিলিয়ে দুটি ওয়ান ডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, 'আমি যখন ওয়ান ডে ক্রিকেটে সুযোগ পাই, নির্ধারিত সময়ের চেয়ে আগেই যেন সেই ডাক এসেছিল। আমি অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম বড় জোর দুটো ম্যাচ খেলব অস্ট্রেলিয়ার হয়ে। সেই থেকে কেরিয়ারে অনেক উত্থান পতন গিয়েছে। বাদ পড়েছি। ফিরেও এসেছি।'
Of players to score at least 2,000 ODI runs, Glenn Maxwell lays claim to the greatest strike rate.
— cricket.com.au (@cricketcomau) June 2, 2025
As he retires from that format, take a look back at his incredible achievements: https://t.co/ktWUdnmoVM pic.twitter.com/wuwb3CHxj2
ম্য়াক্সওয়েল জানিয়েছেন, পায়ের চোটের জন্য তিনি ফিল্ডিংয়ে নিজের সেরাটা দিতে পারছিলেন না। পরের ওয়ান ডে বিশ্বকাপের এখনও ২ বছর দেরি আর তাই তিনি চালিয়ে যেতে পারতেন না বলেও জানিয়েছেন।
১৪৯টি ওয়ান ডে ম্যাচে ৩৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। ৭টি টেস্ট ম্যাচও খেলেছেন।




















