Babar Azam: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই রেকর্ডের হাতছানি, বিরাট-রোহিতকে টেক্কা দিতে পারেন বাবর
T20 Record: এমনকী বিরাটকে নিজের আইডল হিসেবেই দেখে এসেছেন বাবর আজম। এবার পাক অধিনায়ক টেক্কা দিতে পারেন কিং কোহলিকে। ছাপিয়ে যেতে পারেন রোহিত শর্মাকেও।
করাচি: তাঁর সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) তুলনাও টানা হয় অনেক সময়। অনেকেই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়কের থেকেও তাঁর ক্রিকেটীয় স্কিল বেশি পোক্ত। কিন্তু তিনি নিজে কখনও এমনটা বলেননি। এমনকী বিরাটকে নিজের আইডল হিসেবেই দেখে এসেছেন বাবর আজম (Babar Azam)। এবার পাক অধিনায়ক টেক্কা দিতে পারেন কিং কোহলি। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে আগামী জুনে। তার আগেই এই ফর্ম্য়াটে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে (Rohit Sharma) ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ডানহাতি পাক ব্যাটারের সামনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বাবরের সামনে নতুন রেকর্ড গড়ার হাতছানি। এই মুহূর্তে এই ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ১০৭ ইনিংসে ৩৮২৩ রান করেছেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর আগে রয়েছেন শুধু বিরাট কোহলি ও রোহিত শর্মা। তালিকায় শীর্ষে রয়েছেন কিং কোহলি। তিনি মোট ৪০৩৭ রান ১০৯ ইনিংসে করেছেন। অন্যদিকে রোহিত শর্মা দ্বিতীয় স্থানে রয়েছেন ১৪৩ ইনিংসে ৩৯৭৪ রান করে। এই দুজনকেই টেক্কা দেওয়ার সুযোগ রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের সামনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। এই দুটাে সিরিজের পারফরম্য়ান্সের ওপরই হয়ত টি-টােয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। এদিকে এই দুই সিরিজে পাক দলে ফিরেছেন হ্যারিস রউফ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে কাঁধে চােট পেয়েছিলেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই বিরাট কোহলিকে ভারত-পাক ম্য়াচে আটকানোর বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন বাবর। তিনি বলেছিলেন, ''একটা দল হিসেবে আমরা কোনও নির্দিষ্ট প্লেয়ারের বিরুদ্ধে নয়, গোটা দলের বিরুদ্ধেই স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি। কারণ আমাদের কাছে প্রতিপক্ষ দলের ১১ জন প্লেয়ারই ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা জানি না নিউ ইয়র্কে কেমন আবহাওয়া থাকবে, পরিবেশ কেমন থাকবে। তবে এটুকু জানি বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটারদের একজন। ওকে থামাতে আমাদের আলাদা পরিকল্পনা করতেই হবে। এবার ওঁকে আটকাতেই হবে আমাদের।''
পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রেকর্ডও দুর্দান্ত কোহলির। এখনও পর্যন্ত ১০ ম্য়াচ খেলে ৪৮৮ রান করেছেন। ৮১.৩৩ গড়ে ব্যাটিং করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৩। পাঁচটি অর্ধশতরানও ঝুলিতে রয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: একপেশে লড়াইয়ে এগিয়ে লখনউ, আজ পাশা ওল্টানোর পালা সানরাইজার্সের