Pakistan Cricket Team: পদ হারালেন শাহিন, বিশ্বকাপের আগেই ফের পাকিস্তানের অধিনায়ক হলেন বাবর আজম
Babar Azam: ২০২৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর বাবর আজমকে সব ফর্ম্যাটের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
লাহোর: পুরনো পদে তাঁর প্রত্যাবর্তন ঘটতে চলেছিল বলে জল্পনা ছিলই। সেই জল্পনাই সত্যি হল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাস দু'য়েক আগে ফের একবার সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের (Pakistan Cricket Team) অধিনায়ক নির্বাচিত হলেন বাবর আজম (Babar Azam)। রবিবার, ৩১ মার্চই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে সাদা বলের ক্রিকেটে বাবর আজমকে অধিনায়ক পদে আবারও বহাল করার ঘোষণা করা হয়। মাত্র চার মাসেই অধিনায়কত্ব হারালেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)।
গত বছরের বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছিল পাকিস্তানকে। এরপরেই দলের নেতৃত্ব বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। শান মাসুদকে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার দায়ভার দেওয়া হয়। শাহিন আফ্রিদি টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত হন। নতুন নেতা শাহিনের তত্ত্বাবধানে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে পাকিস্তান ১-৪ ব্যবধানে হারে। দিনকয়েক আগে সমাপ্ত পাকিস্তান সুপার লিগেও শাহিনের নেতৃত্বে লাহোর কালান্দার্স ১০ ম্যাচের মাত্র একটিতে জয় পায়। এরপরেই জাতীয় দলের নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল।
বর্তমানে পিসিবির নির্বাচক কমিটিতে ওয়াহাব রিয়াজ, আব্দুল রজ্জাক, আশাদ শফিক এবং মহম্মদ ইউসুফ রয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় দলের নির্বাচকমণ্ডলীর পরামর্শেই ফের একবার বাবরকে অধিনায়ক নির্বাচিত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পিসিবির তরফে লেখা হয়, 'নির্বাচকদের পরামর্শ অনুযায়ী চেয়ারম্যান মহসিন নখভি বাবর আজমের হাতে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন।'
Babar Azam appointed as white-ball captain
— Pakistan Cricket (@TheRealPCB) March 31, 2024
Following unanimous recommendation from the PCB’s selection committee, Chairman PCB Mohsin Naqvi has appointed Babar Azam as white-ball (ODI and T20I) captain of the Pakistan men's cricket team. pic.twitter.com/ad4KLJYRMK
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজম দলের হয়ে নয়টি বিশ ওভারের ম্যাচে অধিনায়কত্ব করবেন। ঘরের মাঠে সর্বপ্রথম নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের বিরুদ্ধে অধিনায়কত্ব করবেন তিনি। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে চারটি ম্যাচ খেলবে পাকিস্তান। যুক্তরাষ্ট্র, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত বিশ্বকাপে বাবরের নেতৃত্বে পাকিস্তান কেমন খেলে, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: মৃত্যুর কারণ আইপিএল! চেন্নাই সমর্থককে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার দুই মুম্বই সমর্থক