ICC ODI Ranking: হাড্ডাহাড্ডি টক্কর, সিরিজ হেরেও বাবরের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন রোহিত
Rohit Sharma: আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Ranking) হাড্ডাহাড্ডি লড়াই। পাকিস্তানের বাবর আজ়ম ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন রোহিত শর্মা।
দুবাই: আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Ranking) হাড্ডাহাড্ডি লড়াই। পাকিস্তানের বাবর আজ়ম ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি উঠে এলেন দুই নম্বরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ২-০ ব্যবধানে হারলেও, ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল হিটম্যানের। রোহিতের পিছনে রয়েছেন শুভমন গিল। যিনি এক ধাপ নেমে গিয়েছেন। তারপর রয়েছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা এক ধাপ উঠে অষ্টম স্থানে রয়েছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-০ হেরে গিয়েছে ভারত। টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলেও রোহিত শর্মার নেতৃত্বে ওয়ান ডে সিরিজে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন রোহিত। ৫২.৩৩ ব্যাটিং গড়ে ১৫৭ রান করেন তিনি। তিনটি ম্যাচেই রান পেয়েছেন রোহিত। প্রথম ম্যাচে ৫৮, দ্বিতীয় ম্যাচে ৬৪ - পরপর হাফসেঞ্চুরি করার পর তৃতীয় ম্যাচে ৩৫ রান করেন তিনি। তার জেরেই ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠেছেন রোহিত। গিলকে সরিয়ে। সব মিলিয়ে রোহিতের সংগ্রহে ৭৬৫ পয়েন্ট। যেখানে বাবরের ঝুলিতে রয়েছে ৮২৪ ব়্যাঙ্কিং পয়েন্ট।
ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজে শ্রীলঙ্কার জার্সিতে আবিষ্কা ফার্নান্দো ১৩৭ রান, দুনিথ ওয়েল্লালাগে ১০৮ রান, কুশল মেন্ডিস ১০৩ রান ও পাথুম নিশাঙ্কা ১০১ রান করেছিলেন। প্রথম দশে নিজের জায়গা ধরে রেখেছেন নিশাঙ্কা। পাঁচ ধাপ ওপরে উঠে যুগ্মভাবে ৩৯ নম্বরে রয়েছেন মেন্ডিস। এক লাফে ২০ ধাপ উঠে ৬৮ নম্বরে আছেন আবিষ্কা।
Asian domination of the ICC Men's ODI Batting Rankings continues as India and Sri Lanka batters make progress 👊https://t.co/oRsAIZaaMo
— ICC (@ICC) August 14, 2024
ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজে ওয়েল্লালাগে বল হাতেও ভাল ছন্দে ছিলেন। তৃতীয় ওয়ান ডে ম্যাচে মূলত তাঁর দাপটেই হেরে গিয়েছিল ভারত। ২৭ রানে ৫ উইকেট নিয়ে ভারতের ইনিংসে ধস নামিয়েছিলেন ওয়েল্লালাগে। বোলারদের ব়্যাঙ্কিংয়ে ১৭ ধাপ উঠে ৫৯ নম্বরে রয়েছেন ওয়েল্লালাগে।
আরও পড়ুন: গম্ভীরের পছন্দতেই সিলমোহর? কেকেআরের প্রাক্তনী কি এবার সিরাজদের পাঠশালার শিক্ষক?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।