Shakib Al Hasan: কবে ক্রিকেট থেকে অবসর নেবেন, নিজেই জানালেন শাকিব আল হাসান
Bangladesh Cricket Team: সীমিত ওভারের আগে টেস্ট ক্রিকেটকেই বিদায় জানাবেন বলে জানান শাকিব আল হাসান।
![Shakib Al Hasan: কবে ক্রিকেট থেকে অবসর নেবেন, নিজেই জানালেন শাকিব আল হাসান Bangladesh Cricket Team captain Shakib Al Hasan maps out his retirement plan Shakib Al Hasan: কবে ক্রিকেট থেকে অবসর নেবেন, নিজেই জানালেন শাকিব আল হাসান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/28/a4817d51ac5a4823357e12960c0a6fb01695919490066507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বর্তমান বিশ্বের এক নম্বর অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। ১৭ বছর ধরে বিশ্বক্রিকেট ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন তিনি। আসন্ন বিশ্বকাপেও (ODI World Cup 2023) তিনি বাংলাদেশ দলকে (Bangladesh Cricket Team) নেতৃত্ব দেবেন। তবে শাকিবের বয়স ৩৬ পার করেছে। তাই স্বাভাবিকভাবেই তাঁর অবসরের জল্পনা-কল্পনাও শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে শাকিব নিজেই মুখ খুললেন।
বাংলাদেশের তারকা ক্রিকেটার জানালেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিকেই তিনি তাঁর বিদায়ের মঞ্চ হিসাবে বেছে নিতে চান। তিনি অবশ্য সীমিত ওভারের ক্রিকেট ছাড়ার আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহী। শাকিব বলেন, 'ওয়ান ডেতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (পরেই অবসর নেব)। টেস্ট ক্রিকেটকে হয়তো আগে বিদায় জানাব আমি এক এক করে প্রতিটি ফর্ম্যাটকে বিদায় জানাব। আমি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই অবসর ঘোষণা করব।'
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও বেশ খানিকটা দেরি। তার আগে তাঁর কথা অনুযায়ী ভারতে নিজের শেষ বিশ্বকাপ খেলতে মাঠে নামবেন শাকিব। ৫ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে মেগা টুর্নামেন্ট। তবে সেই টুর্নামেন্ট শুরুর আগে সবদলই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। ৭ অক্টোবর ধর্মশালায় হিমাচল প্রদেশে ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আফগানিস্তানের ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবেন শাকিবরা।
প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়ে গিয়েছে। প্রবল বিতর্কের মাঝে তামিম ইকবালকে বাদ দিয়েই ১৫ সদস্যেক দল ঘোষণা করা হয়েছে। শাকিবের সঙ্গে বিতর্কের জেরে তামিম দল থেকে বাদ পড়তে পারেন, এমন পূর্বাভাস ছিলই। হলও তাই। তবে তামিম বাদ পড়লেও, কিন্তু আরেক অভিজ্ঞ তারকাকে দলে সুযোগ দিয়েছেন বাংলাদেশ পুরুষ দলের নির্বাচকরা। তিনি আর কেউ নন, মাহমুদউল্লাহ রিয়াদ।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড: শাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেনন, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: হাতে দইয়ের হাঁড়ি, মুরলীধরন বলছেন, বিশ্বকাপে গেমচেঞ্জার হবেন কোহলি-বুমরা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)