Shakib Al Hasan: বোলিং অ্য়াকশন বৈধ, ওয়ান ডে ফর্ম্য়াটে ফিরতে চলেছেন শাকিব আল হাসান
Shakib Al Hasan Update: গত বছর সেপ্টেম্বর একটি কাউন্টি ম্য়াচ খেলার সময় প্রথমবার শাকিবের বোলিং নিয়ে সন্দেহ দেখা যায়। অক্টোবরে ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টে খেলেছিলেন।

ঢাকা: তাঁর বোলিং অ্যাকশন নাকি অবৈধ। এই বিতর্ক দানা বেঁধেছিল। বল করতে পারবেন না তিনি এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরপর পরীক্ষাতেও বসেছিলেন। কিন্তু সেখানেও প্রথমে পাশ করতে পারেননি। এবার অবশ্য আর কোনও বাধা থাকল না। অ্য়াকশন শুধরে বল করার ছাড়পত্র পেয়ে গেলেন শাকিব। এখন ওয়ান ডে ফর্ম্যাট ও বিশ্বব্যাপী বিভিন্ন লিগে বলও করতে পারবেন শাকিব। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন তারকা এই অলরাউন্ডার। এক সাক্ষাৎকারে শাকিব বলেন, ''এই খবরটা সত্যি যে আমি বোলিং অ্য়াকশন শুধরে পরীক্ষায় বসেছিলাম, তা পাশ করে গিয়েছি। আমি ফের বোলিং করতে পারব।'' উল্লেখ্য, দেশের জার্সিতে ২০২৪ সালে কানপুর টেস্টে ভারতের বিরুদ্ধে শেষবার খেলতে নেমেছিলেন শাকিব। এর আগে গত বছর সেপ্টেম্বর একটি কাউন্টি ম্য়াচ খেলার সময় প্রথমবার শাকিবের বোলিং নিয়ে সন্দেহ দেখা যায়।
আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার পরই বোলিং অ্য়াকশনে বৈধতার সার্টিফিকেট পেয়েছেন শাকিব। প্রথম দুবার ব্যর্থ হয়েছিলেন। একবার ইংল্যান্ডে ও একবার ভারতে পরীক্ষা দিয়েছিলেন শাকিব। কিন্তু ব্যর্থ হন তিনি। ফের ইংল্যান্ডেই পরীক্ষা দিয়ে এবার পাশ করে ফেলেছেন শাকিব। শাকিব দলে পুরোদমে ফিরলে বাংলাদেশ শিবির কিছুটা শক্তিশালী হবে নিঃসন্দেহে।
বাংলাদেশের পরের ওয়ান ডে সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই সিরিজে দেখা যেতে পারে শাকিবকে। এর মধ্যে আইপিএলে ও পিএসএলে থেকে নাম তুলে নিয়েছিলে শাকিব। তাই তাঁকে এবার কোনও ফ্র্য়াঞ্চাইজির হয়েই খেলতে দেখা যাবে না।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে টানা দুটো ম্য়াচ হেরে বিদায় নিতে হয়েছিল টাইগারদের। ভারত ও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এই ব্যর্থতার পরই শান্ত দলের নেতৃত্ব থেকে ইস্তফা দেন। মিরাজকে অধিনায়ক নির্বাচিত করা হয়। ২৭ বছরের তারকা অলরাউন্ডার বলছেন, ''এই মুহূর্তে দলে ৬-৭ জন প্লেয়ার আছেন, যাঁরা গত ৭-১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তাঁদের নতুন বলে আর ভাবা উচিৎ নয়। তবে আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে রাখতে হবে। এখনও দু থেকে আড়াই বছর রয়েছে আগামী ওয়ান ডে বিশ্বকাপের। আমাদের এখন থেকেই সেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিতে হবে। টুর্নামেন্ট শুরুর ২-৩ মাস আগে থেকে প্রস্তুতি শুরু করাটা সত্যিই খুব কঠিন হয়ে যায়।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
