Liton Das: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের জন্য বাংলাদেশ দলে ঢুকে পড়লেন লিটন দাস
BAN vs SL: ইতিমধ্য়েই মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন। অন্য়দিকে মুশফিকুর রহিম ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন।

ঢাকা: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলে ফিরলেন লিটন দাস। তারকা উইকেট কিপার ব্যাটার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কিছুদিন আগেই লিটনকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। এবার ওয়ান ডে ফর্ম্য়াটেও ফেরানো হল তাঁকে। ইতিমধ্য়েই মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন। অন্য়দিকে মুশফিকুর রহিম ওয়ান ডে ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন। তার জন্য়ই অভিজ্ঞ লিটনকে দলে ফেরানো হল বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।
বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান গাজি আসরাফ জানিয়েছেন, ''লিটনের ওয়ান ডে ফর্ম্য়াটে প্রত্যাবর্তন হয়েছে। তিনি আমাদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক এই মুহূর্তে। তার জন্যই তাঁকে সাদা বলের ফর্ম্য়াটে ওয়ান ডে -তেও নেওয়া হয়েছে। যদিও এই ফর্ম্য়াটে লিটনের সাম্প্রতিক পারফরম্য়ান্স একেবারেই ভাল নয়। গত আটটি ওয়ান ডে ম্য়াচে মাত্র ৩৫ রান করতে পেরেছে ও নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ট্যুর মিলে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকেও লিটন বাদ পড়েছিলেন। কিন্তু এবার তাঁকে ফের ফিরিয়ে আনা হচ্ছে স্কোয়াডে।''
এরপরই তিনি আরও বলেন, ''লিটনের একটু খারাপ সময় চলছিল। কিন্তু সময় বদলায়। আমরা ওকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের নেতা হিসেবেই দেখতে চাই। তাই ওর প্রতি ভরসা রেখেই ওয়ান ডে ফর্ম্য়াটেও ওকে নিয়ে এসেছি।''
ওয়ান ডে সিরিজের জন্য পাঁচজন ফাস্ট বোলারকে দলে রাখা হয়েছে। তার মধ্য়ে রয়েছেন মুস্তাফিজুর রহমন, তাসকিন আহমেদ। এছাড়া নাহিদ রানাকেও রাখা হয়েছে স্কোয়াডে। আগামী ২, ৫ ও ৮ জুলাই তিনটি ওয়ান ডে ম্য়াচে খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মেহদি হাসান মিরাজের নেতৃত্বে খেলতে নামবে টাইগাররা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ড্র করেছিল বাংলাদেশ। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসাবে শান্ত উভয়ই ইনিংসেই ব্যাট হাতে শতরান করে ইতিহাস গড়েন। বিরাট কোহলি, স্যর ডন ব্র্যাডম্য়ান, সুনীল গাওস্করদের মতো কিংবদন্তিদের তালিকায় নাম লেখালেন শান্ত। তিনি ক্রিকেট ইতিহাসের মাত্র ১৬তম অধিনায়ক হিসাবে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। তবে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও, এই ইনিংসে ৭৬ রান করেন বাংলাদেশের ওপেনার শাদমান ইসলাম। সেই ম্য়াচই ছিল অ্যাঞ্জেলো ম্য়াথিউজের। ২০০৯ সালে টেস্টে অভিষেক করার পর ২০২৫ সালে এই ফর্ম্য়াট থেকে বিদায় নিলেন প্রাক্তন লঙ্কা অধিনায়ক।




















