Sachin Tendulkar: অভিনব সম্মান বোর্ডের, বিসিসিআইয়ের হেড অফিসে সচিনের নামাঙ্কিত বোর্ডরুম
BCCI Sachin Tendulkar: তাঁর অভিনব কৃতিত্বকে বোর্ডরুমে তুলে ধরা হয়েছে। সেই ঘরের উদ্বোধনে এসেও সচিন যেন ফিরে গেলেন তাঁর প্রথম পাকিস্তান সফর ১৯৮৯ সালে।

মুম্বই: সচিন রমেশ তেন্ডুলকর (Sachin Ramesh Tendulkar)। তিনি ক্রিকেট ঈশ্বর। ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। আর এই কিংবদন্তিকেই এবা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে অভিনব সম্মান জানানো হল। মুম্বইয়ে বিসিসিআইয়ের হেড অফিসে 'SRT 100' বোর্ড রুম তৈরি হল। সচিনই যার উদ্বোধন করলেন নিজের হাতে। উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি রজার বিনি, সচিব দেবজিৎ শইকীয়া, সহ-সভাপতি রাজীব শুক্ল ও যুগ্ম সচিব রোহন দেশাই।। সুনীল গাওস্করের পর বার সচিন তেন্ডুলকরের নামও বোর্ডের হেড অফিসে ঘর হল।
আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে একশো সেঞ্চুরির মালিক সচিন। তাঁর অভিনব কৃতিত্বকে বোর্ডরুমে তুলে ধরা হয়েছে। সেই ঘরের উদ্বোধনে এসেও সচিন যেন ফিরে গেলেন তাঁর প্রথম পাকিস্তান সফর ১৯৮৯ সালে। এছাড়াও মাস্টার ব্লাস্টারের কথায় উঠে এল ওয়াংখেড়ে, ২০১১ বিশ্বকাপ ফাইনাল, অবসর টেস্টের হাজারো মুহূর্ত।
সচিন বলছিলেন,''আমার পাকিস্তানে ১৯৮৯ সালে প্রথমবার যখন গিয়েছিলাম তখন বোর্ডের অফিস ছিল অন্য় জায়গায়। ব্রেবাের্ন স্টেডিয়ামের প্যাভিলিয়নের পাশেই একটা ছোট রুম ছিল। সেখান থেকে আজ এই অফিস। স্মৃতিগুলো এখনও টাটকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এত ট্রফি এখন এই হেডঅফিসে।'' নিজের কথায় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ভূমিকাও টেনে আনেন সচিন। মাস্টার বলেন, ''২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর আমি ভাবনা চিন্তার মধ্য়ে ছিল আর ক্রিকেট খেলবে নাকি ছেড়ে দেব। সেই সময় দাদা আমাকে একটা কথা বলেছিল যে ২০১১ বিশ্বকাপ ফাইনাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে। তাই ট্রফি জিতে গোটা মাঠ ঘুরছি, এই বিষয়টা কল্পনা করতে বলেছিল।''
View this post on Instagram
১৯৮৩ বিশ্বকাপের স্মৃতিও ফিরে এল সচিনের কথায়। তিনি বলেন, "আমার কেরিয়ার শুরু হয়েছিল, তার অন্য়তম কারণ এই ১৯৮৩ সালে প্রুডেন্সিয়াল ট্রফি জয় ভারতের। সেই জয়ের অন্য়তম কারিগর একজন আমার পাশে রয়েছেন (রজার বিনি)। আমি তাঁদের দেখেই ক্রিকেট খেলায় মন দিয়েছিলাম। সেদিন থেকে ২০১১ বিশ্বকাপ জয় পর্যন্ত সফরটা স্মরণীয় ছিল আমার কাছে।''
আরও পড়ুন: বিরাটের টি টোয়েন্টি রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রাহুলের, গুজরাতের বিরুদ্ধে আজ নামছে দিল্লি




















