Ben Stokes: দূর থেকে ঘাসে মোড়া, সামনে এলেই রং বদল, রাঁচির পিচ নিয়ে ধন্দে ইংল্যান্ড অধিনায়ক স্টোকস
IND vs ENG 4th Test: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আপাতত ২-১ এগিয়ে ভারতীয় দল।
রাঁচি: ভারতের মাটিতে টেস্ট ম্যাচ মানেই পিচ নিয়ে তর্ক, বিতর্ক, আলোচনা। ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ় শুরুর বহু আগে থেকেই ভারতের পিচ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। সিরিজ়ের তিন ম্যাচ কেটে গেলেও পিচ নিয়ে চর্চা অব্যাহত। রাঁচির চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test) পিচ দেখেও ধন্দে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)।
ইংল্যান্ড অধিনায়কের দাবি অনুযায়ী তিনি এর আগে এমন পিচ দেখেনইনি। তাই শুক্রবার থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টে পিচ কেমন আচরণ করবে, সেই বিষয়ে তিনি কোনও পূর্বঅনুমানই করতে পারছেন না। ইংল্যান্ড অধিনায়ক বলেন, 'পিচটা বেশ মজাদার বলেই মনে হচ্ছে। আমি জানি না। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে পারব না। আমি এর আগে এমন কিছু দেখিইনি, তো আমি এ বিষয়ে আগে থেকে কিছুই বলতে পারব না।'
তিনি আরও যোগ করেন, 'এই পিচে কী হবে আমি বলতে পারব না। যদি পিচের দুই প্রান্ত ঠিকভাবে দেখি, তাহলে বলব আজ অবধি আমি বিশেষ করে ভারতে যেমন পিচ দেখে এসছি, তার থেকে এটা সম্পূর্ণ আলাদা। সাজঘর থেকে তো দেখে মনে হচ্ছিল পিচটা সবুজে ঘেরা এবং পিচে প্রচুর ঘাস রয়েছে। তবে কাছে এসে দেখলে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। কাছ থেকে পিচটা খুবই গাঢ় বর্নের মনে হচ্ছে এবং পিচে বেশ কিছু চিড় রয়েছে।'
আপাতত সিরিজ়ের তিন ম্যাচ শেষে ভারত ২-১ এগিয়ে রয়েছে। চতুর্থ টেস্টে ইংল্যান্ড শিবিরের জন্য খুশির বার্তা এই যে ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার রাঁচিতে নেই। সিরিজ়ের দৈর্ঘ্য দেখে ভারতীয় ম্যানেজমেন্টের তরফে তাঁকে বিশ্রাম দেওয়াক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার, ভারতীয় বোর্ড বিসিসিআই এক বিবৃতিতে জানায়, 'যশপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে আয়োজিত চতুর্থ টেস্টের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সিরিজ়ের দৈর্ঘ্য এবং ওঁ সাম্প্রতিক সময়ে যে পরিমাণ ক্রিকেট খেলেছে, তার দিকে তাকিয়ে এহেন সিদ্ধান্ত নেওয়া হল।'
ম্যাচে টিম ইন্ডিয়া দলের আরেক তারকা ক্রিকেটার কেএল রাহুলকে পাবে না। রাহুল পেশির চোটের কারণে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে অংশগ্রহণ করতে পারেননি। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে রাহুলের ফিটনেসের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু ইতিবাচক ইঙ্গিতই দিয়েছিলেন। তবে চতুর্থ টেস্টেও রাহুল ফিট হতে পারলেন না। তবে মুকেশ কুমারকে তৃতীয় টেস্টে ছেড়ে দেওয়া হলেও, তিনি এই ম্যাচের জন্য ফের একবার ভারতীয় দলে যোগ দিচ্ছেন।
আরও পড়ুন: চোট 'বাহানা'য় ম্যাচ না খেলার সিদ্ধান্ত! শ্রেয়সের কাণ্ডে বিতর্ক, বোর্ডকে চিঠি এনসিএ প্রধানের