Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান তারকা ফাস্ট বোলার
IND vs AUS 2nd Test: আহত বোলারের বদলে অস্ট্রেলিয়ান দলে এক নয়, একাধিক তারকা ফোস্ট বোলারকে ডেকে নেওয়া হয়েছে।
মেলবোর্ন: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে পরাজিত হয়েছে দল। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) তাই সিরিজ়ে সমতা ফেরানোর লক্ষ্য়ে মরিয়া হয়ে ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দিনরাতের টেস্টে দলের তারকা ফাস্ট বোলার ত্রয়ীকে দেখা যাবেন না।
পরের সপ্তাহের শনিবার, ৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে খেলবেন না জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। তাঁর বাঁ-দিকের লো গ্রেড চোট লেগেছে। সেই কারণেই অজ়ি দলে আনক্যাপড সন অ্যাবোট এবং ব্র্যান্ডন ডগেটকে যুক্ত করা হয়েছে। এছাড়া ৩৫ বছর বয়সি ফাস্ট বোলার স্কট বোল্যান্ড অজ়ি দলে ছিলেনই। দিনকয়েক আগেই বিউ ওয়েবস্টারকে মিচেল মার্শের কভার হিসাবে দলে যুক্ত করা হয়েছিল। চোটের ফলে অজ়ি দলে নতুনভাবে যুক্ত হওয়া তারকাদের মধ্যে এবার অ্যাবোট ও ডগেটও যুক্ত হলেন। এই দুই তারকাই শেফিল্ড শিল্ডে ভাল পারফরম্যান্সের জেরেই অজ়ি দলে নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হলেন।
হ্যাজেলউডের এই প্রথমবার ঘরের মাঠে ভারতীয় দলের বিরুদ্ধে কোনও টেস্টে ম্যাচ মিস করবেন। তিনি বিগত এক বছরে কোনও টেস্ট খেলার সুযোগ হাতছাড়া করেননি। গত বছরের অ্যাসেজে হেডিংলিতে চোটের কারণে শেষবার কোনও টেস্ট মিস করেছিলেন তিনি। হ্যাজেলউডের না থাকাটা নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। পারথে প্রথম টেস্টে তিনি দুই ইনিংস মিলিয়ে মোট পাঁচটি উইকেট নিয়েছিলেন। ইনফর্ম বোলারকে কিন্তু না পাওয়াটা তাই বিরাট ধাক্কা।
প্রসঙ্গত, পারথে জয়ের ফলে কিন্তু ভারতীয় দল ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষে পৌঁছে গিয়েছে। তবে জয়ের শতকরা ৬১.১১ শতাংশ হলেও এবং টিম ইন্ডিয়া শীর্ষে থাকলেও রোহিত বাহিনীর জন্য কিন্তু ফাইনালে ওঠার রাস্তা অতটাও সহজ নয়। অঙ্ক বলছে চলতি সিরিজে ভারতের পক্ষে ফল হতে হবে ৪-০ বা ৫-০। সেক্ষেত্রে বাকি দলের দিকে না তাকালেও হবে। প্রথম দুইয়ে থেকেই ফাইনালে পৌঁছানো চূড়ান্ত হয়ে যাবে ভারতের জন্য। অর্থাৎ হারা যাবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পডুন: জয় শাহের উপস্থিতিতে প্রকাশ্য়ে ভারতীয় দলের নতুন ওয়ান ডে জার্সি