Border-Gavaskar Trophy: মাঠে উপস্থিত অধিনায়ক রোহিত, তাও টিম ইন্ডিয়ার হয়ে ফিল্ডিং সাজাচ্ছেন বিরাট কোহলি!
IND vs AUS 2nd Test: ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলাশেষে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল এখনও ২৯ রানে পিছিয়ে রয়েছে।
অ্যাডিলেড: ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে রোহিত শর্মা (Rohit Sharma) খেলেননি। তাঁর অনুপস্থিতিতে যশপ্রীত বুমরা শুধু যে ভারতীয় দলকে নেতৃত্বই দিয়েছেন, তাই নয়, দলকে জিতিয়েওছেন। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) অবশ্য রোহিত ফিরেছেন। তা সত্ত্বেও মাঠে ফিল্ডিং সাজাচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)!
বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং চলাকালীন এমন দৃশ্যই দেখা গেল। উসমান খাওয়াজাকে টিম ইন্ডিয়া দ্রুত সাজঘরে ফেরালেও, দ্বিতীয় উইকেটে মার্নাস লাবুশেন ও ন্যাথান ম্যাকস্যুইনির পার্টনারশিপ ভারতীয় দলকে চাপে ফেলেছিল। এই পার্টনারশিপ ভাঙতে মরিয়া দেখায় বিরাট কোহলিকে। তিনি মাঠের মাঝেই ভারতীয় অধিনায়ক রোহিতের সঙ্গে বেশ খানিকক্ষণ আলাপ আলোচনা চালান। তারপর অজ়ি ইনিংসের ১৭তম ওভারেই বোলার মহম্মদ সিরাজের দিকে ছুটে গিয়ে তার সঙ্গেও কথাবার্তা বলে কোহলিকে পরিকল্পনা তৈরি এবং ফিল্ডিংয়ে বদল করতে দেখা যায়।
প্রসঙ্গত, ব্যাট হাতে টেস্টের দুই ইনিংসেই কিন্তু ব্যর্থ ভারতীয় দলের দুই অভিজ্ঞতম ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে কোহলির সংগ্রহ ১১ ও রোহিতের মোটে ছয় রান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলাশেষে বিরাট চাপে ভারতীয় দলও। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রানের থেকে এখনও ২৯ রান পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এদিকে ইতিমধ্যেই আধাদল সাজঘরে ফিরে গিয়েছে।
দ্বিতীয় ইনিংসে সৌভাগ্য সঙ্গী হয়েছিল রোহিত শর্মার। ক্রিজে এসে মিচেল স্টার্কের প্রথম বলই হেলমেটে খেয়েছিলেন। পরের বলেই তিনি এলবিডব্লিউ হয়ে যান। তবে বলটি নো হওয়ায় বেঁচে যান রোহিত। ভারত তখন ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে। ছ'নম্বরে ব্যাট করতে নামা রোহিত বেঁচে যাওয়ায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন, যদি বড় রান করে সেই সুযোগ কাজে লাগান হিটম্যান। যদি তাঁর ব্যাটে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত।
কিন্তু পারলেন না রোহিত। প্রথম ইনিংসে রাহুলের মতোই জীবন পেয়েও আউট হয়ে গেলেন। প্যাট কামিন্সের বলে বোল্ড হলেন ভারত অধিনায়ক। অ্যাডিলেডে গোলাপি বলের দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসেও প্রবল চাপে ভারত। ১২৮ রানে পাঁচ উইকেট খুইয়ে বসেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার চেয়ে এখনও ২৯ রানে পিছিয়ে ভারত। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে অলৌকিক কিছু প্রয়োজন। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও নীতীশ কুমার রেড্ডি। দুজনই আগ্রাসী ব্য়াটিং করছেন। ২৫ বলে ২৮ রান করে অপরাজিত তিনি। পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন। ১৪ বলে ১৫ রান করে ক্রিজে তাঁর সঙ্গে রয়েছেন নীতীশ। ম্যাচের তৃতীয় দিন ষষ্ঠ উইকেট জুটির দিকেই কিন্তু তাকিয়ে থাকবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পডুন: এখনও সম্পূর্ণ ফিট নন শামি! আদৌ বর্ডার-গাওস্কর ট্রফিতে জাতীয় দলে ফিরবেন তারকা ফাস্ট বোলার?