Border-Gavaskar Trophy: এখনও সম্পূর্ণ ফিট নন শামি! আদৌ বর্ডার-গাওস্কর ট্রফিতে জাতীয় দলে ফিরবেন তারকা ফাস্ট বোলার?
Mohammed Shami: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে মহম্মদ শামিকে এখনও ফিটনেসের ছাড়পত্র দেওয়া হয়নি বলেই খবর।
নয়াদিল্লি: প্রায় বছরখানেক মাঠের বাইরে থাকার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার হয়ে রঞ্জি ট্রফির পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিও খেলছেন তারকা ফাস্ট বোলার। স্বাভাবিকভাবেই প্রত্যাবর্তনের পর থেকেই শামির জাতীয় দলে ফেরার জল্পনাও শুরু হয়ে গিয়েছে। তিনি বর্ডার-গাওস্কর ট্রফিতেই (Border-Gavaskar Trophy) জাতীয় দলে ফিরতে পারেন বলে জোর জল্পনা। তবে সাম্প্রতিক যা খবর তাতে ভারতীয় সমর্থকরা খানিকটা হতাশই হবেন।
রিপোর্ট অনুযায়ী মহম্মদ শামির অন্তত এখন তো অস্ট্রেলিয়ায় জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই। খবর অনুযায়ী, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে শামিকে এখনও ফিটনেসের ছাড়পত্র দেওয়া হয়নি। সেই কারণেই তাঁর অস্ট্রেলিয়ায় এখনই খেলতে দেখার কোনও সম্ভাবনা নেই। তবে এই খবরের থেকে সম্পূর্ণ ভিন্ন এক রিপোর্টও উঠে আসছে। পিটিআইয়ের তরফে দাবি করা হচ্ছে শামির কিট ব্যাগ নাকি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে।
পিটিআইকে এক সূত্র জানিয়েছেন, 'শামির ভারতীয় দলের কিট ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ওঁ মুস্তাক আলি টি-টোয়েন্টি শেষ করেই অস্ট্রেলিয়ায় যোগ দেবে।' অর্থাৎ দুই রিপোর্ট থেকে মোটামুটি যা বোঝা যাচ্ছে, তাতে এইটুুকু নিশ্চিত যে আপাতত শামি বাংলার দলের সঙ্গেই থাকবেন এবং মুস্তাক আলি ট্রফিটা খেলবেন। এই টুর্নামেন্টের নক আউট পর্ব বেঙ্গালুরুতেই আয়োজিত হবে। সেখানেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। মুস্তাক আলি ট্রফিতেই টিম ইন্ডিয়ার মেডিক্যাল হেড ডাক্তার নীতীন পটেল এবং স্ট্রেথ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনার নিশান্ত বড়দোলোই শামির ফিটনেস পরীক্ষা করবেন এবং তারপরেই তাঁকে ফিটনেস ছাড়পত্র দেওয়া হবে। সেই নিয়ে খুব একটা সমস্যা হবে না।
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লও পিটিআইকে জানান শামি সম্ভবত ভারতীয় দলের সঙ্গে শেষ দুই টেস্টের জন্য অজ়িভূমে যোগ দেবেন। 'চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে শামি আমাদের হয়ে নামবে। তবে আমরা কোয়ার্টার ফাইনাল বা পরবর্তী পর্যায়ের ম্যাচের জন্য কোয়ালিফাই করলে ওকে পাওয়া যাবে কি না, সেই বিষয়ে নিশ্চত নই। মনে হয় শেষ দুই টেস্টের জন্য ও ফিট হয়ে যাবে।' বলেন লক্ষ্মী। এবার দেখার শেষমেশ ঠিক কবে শামি অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেন এবং আদৌ দেন কি না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বৈভবের বিধ্বংসী ব্যাটিং, শ্রীলঙ্কাকে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত