Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত? বোমা ফাটালেন ইংরেজ অধিনায়ক বাটলার
Indian Cricket Team: টুর্নামেন্টের সব ম্যাচ এক মাঠেই খেলছে ভারত । দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ।

করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত । পরপর ২ ম্যাচে প্রথমে বাংলাদেশ ও পরে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছেন রোহিত শর্মারা । কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কি বাড়তি সুবিধা পাচ্ছে?
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার (England captain Jos Buttler) অন্তত সেরকমই মনে করেন । টুর্নামেন্টের সব ম্যাচ এক মাঠেই খেলছে ভারত । দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে । কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানে যাবে না বলে নিজেদের অবস্থানে অনড় থেকেছে ভারত । তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি মেনে হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি । যেখানে ভারতের ম্যাচ হচ্ছে দুবাইয়ে । এমনকী, নক আউট পর্বেও ভারতের ম্যাচ হবে মরুদেশেই । আর পাকিস্তান সহ অন্যান্য সাত দেশের ম্যাচ হচ্ছে পাক ভূখণ্ডে ।
আর দুবাইয়ের স্পিন সহায়ক পিচে সব ম্যাচ খেলছে বলে ভারতের সুবিধা হচ্ছে বলেই মনে করেন ইংরেজ অধিনায়ক বাটলার । ইংল্যান্ড টুর্নামেন্টের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে । সেমিফাইনালের দৌড়ে থাকতে হলে বুধবার আফগানিস্তানকে হারাতেই হবে । আর এই পরিস্থিতিতে ভারতকে নিশানা করলেন বাটলার ।
আরও পড়ুন: ৫ উইকেট নিয়েছো নাকি! গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইশারা করে নিজের দেশেই আক্রান্ত পাক স্পিনার
বাটলারকে প্রশ্ন করা হয়েছিল, একই মাঠে সবহ ম্যাচ খেলায় ভারতের কোনও সুবিধা হচ্ছে কি না । তাতে বাটলার জানিয়ে দেন যে, এটা সত্যিই অভিনব এক টুর্নামেন্ট । বাটলার বলেন, 'আমি মনে করি এটি অভিনব একটি টুর্নামেন্ট । তাই না? এখানে একটি দল অন্য জায়গায় খেলছে ।'
Major #ChampionsTrophy semi-final implications as Afghanistan take on England in Lahore 🏏
— ICC (@ICC) February 26, 2025
How to watch ➡️ https://t.co/S0poKnxpTX pic.twitter.com/MlSzQmxlYX
যদিও এ নিয়ে বিতর্ক বাড়াতে চান না বাটলার । বলেন, 'তবে এটি এমন কিছু নয় যা নিয়ে আমি এই মুহূর্তে খুব বেশি চিন্তিত ।' আফগানিস্তানের বিরুদ্ধে খেলার আগে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে বাটলার জানিয়েছেন, আফগানিস্তান ম্যাচের আগে ভাল প্রস্তুতি এবং মাঠে নেমে ভাল খেলার দিকেই তাঁদের সমস্ত মনোযোগ রয়েছে ।
আরও পড়ুন: শুধু জ়িম্বাবোয়ের বিরুদ্ধে রান করেন! বিপর্যয়ের পর বেনজির আক্রমণের মুখে বাবর আজম




















