Champions Trophy 2025: শুধু জ়িম্বাবোয়ের বিরুদ্ধে রান করেন! বিপর্যয়ের পর বেনজির আক্রমণের মুখে বাবর আজম
Babar Azam: সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটে আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন বাবর। শুভমন গিল কেড়ে নিয়েছেন তাঁর সিংহাসন।

দুবাই: পাকিস্তান টুর্নামেন্টের (Champions Trophy) আয়োজক দেশ। অথচ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে মহম্মদ রিজওয়ানদের। প্রথমে নিউজ়িল্যান্ড। তারপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। পরপর দুই প্রতিপক্ষের কাছে পরাজয় হজম করতে হয়েছে পাকিস্তানকে। এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে কার্যত নিয়মরক্ষার।
আর তারপরই প্রবল সমালোচনার শিকার হতে হচ্ছে পাক ক্রিকেটারদের। বিশেষ করে বাবর আজমকে। টুর্নামেন্টে ২ ম্যাচেই বাবরের ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড়। ভারতের বিরুদ্ধে ২৬ বলে ২৩ রান করে ফেরেন তিনি। হার্দিক পাণ্ড্যর বলে উইকেটের পিছনে খোঁচা দিয়ে। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে হতশ্রী রেকর্ড বাবরের। ৩০.১২ গড়ে মাত্র ২৪১ রান করেছেন তিনি। একটিমাত্র হাফসেঞ্চুরি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩২১ রান তাড়া করতে নেমে তাঁর ৯০ বলে ৬৪ রানের ইনিংস নিয়েও উঠেছিল প্রশ্ন।
India win the match by six wickets.#PAKvIND | #ChampionsTrophy pic.twitter.com/woTMIH4M8n
— Pakistan Cricket (@TheRealPCB) February 23, 2025
তারপরই বাবরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন পাকিস্তানেরই প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেছেন, 'দীর্ঘদিন রান করেনি বাবর। কিন্তু যখন ও রান করে, সেটা জ়িম্বাবোয়ে বা ছোট কোনও দলের বিরুদ্ধে। বড় দলের বিরুদ্ধে রান করতে পারে না। ওর মধ্যে ইচ্ছেশক্তিই দেখছি না।'
আরও পড়ুন: সেঞ্চুরির পরই বিশেষ উপহার পেলেন কোহলি, মাঠে না থেকেও মন জিতলেন কে?
সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটে আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন বাবর। শুভমন গিল কেড়ে নিয়েছেন তাঁর সিংহাসন। ২০২৩ সাল থেকে ৩৫ ইনিংসে ১৪৪২ রান করেছেন বাবর। ৪৫.০৬ ব্যাটিং গড়ে। ৮২.৪৯ স্ট্রাইক রেট রেখে।
পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে নিয়েও প্রশ্ন তুলেছেন কানেরিয়া। বলেছেন, 'ব্যাটিংয়ে কোনও গভীরতাই নেই। কোনও কোনও ম্যাচে সলমন আঘা তো কোনও ম্যাচে খুশদিল শাহ কিছুটা করে অবদান রাখছে। সউদ শাকিল টেকনিকের দিক থেকে নিখুঁত। কিন্তু রিজওয়ানের ব্যাট কাজ করা বন্ধ করে দিয়েছে । চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর থেকেই সকলে জানত যে, টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাকিস্তান ।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
