Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেল পাকিস্তান, জরিমানা তিন ক্রিকেটারের, নির্বাসনের কাঁটা?
Shaheen Shah Afridi: করাচিতে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের ম্যাচে আগ্রাসী আচরণের জন্য পাকিস্তানের তিন ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, সউদ শাকিল এবং কামরান গুলামকে আইসিসি-র শাস্তির মুখে পড়তে হল।

করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ঠিক আগে বড় ধাক্কা খেল পাকিস্তান (Pakistan Cricket Team)। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ম্যাথু ব্রিটজ়কের সঙ্গে মাঠেই ধাক্কাধাক্কি হয় শাহিন শাহ আফ্রিদির। পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষে ম্যাচ রেফারি রিপোর্টে উল্লেখ করেছেন, শাহিন ইচ্ছা করে ব্রিটজ়কের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন। তিনি নাকি সেই কথা স্বীকারও করে নিয়েছেন। ফলে শাহিনের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সঙ্গে তাঁকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
করাচিতে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের ম্যাচে আগ্রাসী আচরণের জন্য পাকিস্তানের তিন ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি, সউদ শাকিল এবং কামরান গুলামকে আইসিসি-র শাস্তির মুখে পড়তে হল। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তিন ক্রিকেটার আইসিসির কোড অব কন্ডাক্টের একাধিক লেভেল ওয়ান বিধি লঙ্ঘন করেছেন। বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচে পাকিস্তান ৩৫৩ রান তাড়া করে ছ'উইকেটে ম্যাচ জিতেছে।
ওয়াকিবহাল মহলের কারও কারও মতে, জরিমানার থেকে ডিমেরিট পয়েন্টের ধাক্কাই বেশি। কারণ, ডিমেরিট পয়েন্ট ক্রমশ নির্বাসনের দিকে নিয়ে যায় একজন ক্রিকেটারকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সব মিলিয়ে চাপ বাড়ল পাকিস্তানের।
তবে শুধু শাহিনই নন, পাকিস্তানের আরও দুই ক্রিকেটার শাস্তি পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমাকে ঘিরে ধরে উল্লাস করায় শাস্তি পেয়েছেন সউদ শাকিল ও কামরান গুলাম। তাঁদের ম্যাচ ফি-র ১০ শতাংশ করে কেটে নেওয়া হয়েছে। শাহিনের মতো অবশ্য ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়নি তাঁদের। ইচ্ছাকৃত ধাক্কাধাক্কি করায় শাস্তি বেশি হয়েছে শাহিনের।
আরও পড়ুন: উদাহরণ তৈরি করলেন গম্ভীর, চোখ, কিডনি-সহ আর কোন অঙ্গদানের অঙ্গীকার?
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, 'পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে আইসিসি-র আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের দায়ে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।' দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার রান আউটের পর অতিরিক্ত আগ্রাসন দেখানোর জন্য সউদ শাকিল এবং পরিবর্ত ফিল্ডার কামরান গুলামকেও ম্যাচ ফি-র ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। ২৯তম ওভারে রান আউটের পর তাঁরা বাভুমার খুব কাছাকাছি গিয়ে উদযাপন করেন, যা প্রতিপক্ষ খেলোয়াড়কে উস্কানি দিতে পারে বলে জানানো হয়েছে আইসিসির তরফে।
আরও পড়ুন: আইপিএলের আগে চমক রাজস্থান রয়্যালসের, বাংলার প্রাক্তন কোচের হাতে স্পিনারদের দায়িত্ব
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
