Deepti Sharma: দুরন্ত ফর্ম অব্যাহত, টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মহিলাদের ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড দীপ্তি শর্মার
INDW vs SLW: ১৭ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি। বোলার অলরাউন্ডার হিসেবে দলে নিজের জায়গা পাকা করেছেন এই বাঁহাতি।

তিরুবনন্তপুরম: মহিলাদের ক্রিকেটে (Womens Cricket) টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন রেকর্ড গড়ে ফেললেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket) গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলেছেন দীপ্তি। পারফর্মও করেছেন। গত ওয়ান ডে বিশ্বকাপেও সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন বাঁহাতি ভারতীয় অলরাউন্ডার। লঙ্কা বাহিনীর বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছিলেন তিরুবনন্তপুরমে। সেখানেই নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫২তম উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন দীপ্তি। যার সঙ্গে সঙ্গেই এই ফর্ম্য়াটে মহিলাদের ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি হয়ে গিয়েছেন দীপ্তি।
অস্ট্রেলিয়ার মেগান স্কাউট ১৫১ উইকেট নিয়ে এতদিন তালিকায় শীর্ষে ছিলেন। তাঁকে টেক্কা দিয়ে দিলেন দীপ্তি। গত এক দশক ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টি স্কোয়াডের নিয়মিত সদস্য দীপ্তি। উল্লেখ্য, আইসিসি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মহিলাদের ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে আছেন দীপ্তি।
২০১৪ সালে ওয়ান ডে ফর্ম্য়াটে অভিষেক হয় দীপ্তির। ১৭ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি। বোলার অলরাউন্ডার হিসেবে দলে নিজের জায়গা পাকা করেছেন এই বাঁহাতি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আগেই সিরিজে ৪-০ ব্য়বধানে এগিয়ে ছিল ভারত। এদিন টস জিতে শেষ ম্য়াচে ভারতকে ব্য়াটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামিরা আত্তাপাত্তু। স্মৃতি মন্ধানা এদিন খেলেননি। তাঁর পরিবর্তে জি কমলিনি ওপেনিংয়ে নেমেছিলেন। শেফালি বর্মার সঙ্গে ওপেনে নেমেছিলেন কমলিনি। হরলীন দেওল ১৩ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এদিন দুর্দান্ত ছন্দে ছিলেন। ৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। রিচা ও দীপ্তি দুজনের কেউ রান পাননি।
লোয়ার অর্ডারে অরুন্ধতী রেড্ডি ও আমনজ্যোৎ কৌর দুজনেই ২১ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল। জবাবে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৬০ রানই বোর্ডে তুলতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
View this post on Instagram




















