Eden Gardens: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচপূর্বে ইডেনের নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির পুলিশ কমিশনার, ডিসি সাউথ
Eden Garden Security Tightened: ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্য়াচের আগে নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট পুলিশ কমিশনার। 'যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে', বললেন মনোজ ভার্মা।

কলকাতা: গতকাল রাতে লালকেল্লার কাছে বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা দেশ। বিস্ফোরণে রক্তাক্ত নয়াদিল্লি। কলকাতাসহ গোটা দেশ জুড়েই কড়া নিরাপত্তা বলয়। এরই মাঝে আবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) প্রথম টেস্টে ইডেন গার্ডেন্সে একে অপরের মুখোমুখি হচ্ছে। গোটা শহরজুড়ে তাই নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজই OC, AC, DC-দের নিয়ে লালবাজারে পুলিশ কমিশনার মনোজ ভর্মা ভার্চুয়াল বৈঠক সারেন। প্রায় ২৫ মিনিট মতো এই বৈঠক চলে। সেই বৈঠকে প্রয়োজনে হঠাৎ হঠাৎ নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। দিল্লিতে যেহেতু গাড়িকে ব্যবহার করেই নাশকতার ছক কষা হয়, বিস্ফোরণ হয়, তাই তেমন ঘটনা এড়াতেই এই বাড়তি পুলিশি তৎপরতা এবং এই হঠাৎ হঠাৎ করে নাকা চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
ম্যাচের আগে ইতিমধ্যেই দুই দলও শহরে চলে এসেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা টিমের জন্য বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। টিম ইন্ডিয়ার জন্য লালবাজারের কাছে বাড়তি সুরক্ষা চেয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আজ বিকেলেই ইডেনে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইডেনে পৌঁছন ডিসি সাউথ। উপস্থিত হন পুলিশ কমিশনারও।
মনোজ ভার্মাকে ম্যাচের নিরাপত্তার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলতে শোনা যায়, 'যা যা করণীয় পুলিশ সবটাই করছে। গতকাল একটা বৈঠক হয়েছিল। আজও আমরা আবার বৈঠক করেছি, যাতে নিরাপত্তায় কোনওরকম ফাঁকফোকর না থাকে। খেলার ভেন্যু, দুই দল এবং দলের ম্যানেজমেন্ট, সবার জন্যই যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও সমস্যা হবে না বলেই আমরা আশা করছি। সব জায়গায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে।'
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে টিকিট বিক্রির জন্য রয়েছে লম্বা লাইন। বর্তমান পরিস্থিতি কিন্তু স্বাভাবিকের চেয়ে বাড়তি পুলিশ রয়েছে টিকিট বিক্রির স্থানে। নিরাপত্তার কোনওরকম আপোস করতে নারাজ কলকাতা পুলিশ। ইডেনের সামনে বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি। ইডেন যেহেতু সেনবাহিনীর তত্ত্বাবধানে। তাই পুলিশের পাশাপাশি সেনার কর্তারাও আজ ইডেনে উপস্থিত হয়েছিলেন।
কেউ যেন বাংলাদেশ, নেপালের পরিস্থিতির সুযোগ নিতে না পারে, এজন্য গোয়েন্দাদের কড়া নজরদারির নির্দেশ দিয়েছে লালবাজার, খবর সূত্রের। এছাড়া শীতে কাশ্মীর, আফগানিস্তান থেকে অনেক শাল বিক্রেতা এই শহরে আসেন। তাঁদের বিষয়ে তথ্য রাখার নির্দেশ। 'বিভিন্ন জঙ্গি গোষ্ঠী জঙ্গি মডিউল তৈরিতে ব্যবহার করতে পারে কলকাতাকে। এব্যাপারে সতর্ক থাকতে হবে, খবর রাখছে STF', CP-র সঙ্গে বৈঠকে জানান ACP STF ভি সলমন নিশাকুমার, খবর সূত্রের।




















