England-India Test: লর্ডসে জিতেও চতুর্থ টেস্টের আগেই বড় শাস্তির মুখে ইংল্যান্ড ক্রিকেট দল
England vs India: আইসিসির নিয়ম অনুযায়ী ওভার শেষ করা নির্ধারিত সময়ের মধ্য়ে না হলে এক পয়েন্ট কেটে নেওয়া হয় সাধারণত ফিল্ডিং টিমের। এমনকী পাঁচ শতাংশ জরিমানাও করা হয়।

ম্যাঞ্চেস্টার: পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্য়ান্ড। প্রথম টেস্টে এজবাস্টনে জয়ের পর তৃতীয় টেস্টে লর্ডসে জয় ছিনিয়ে নিয়েছে বেন স্টোকসের দল। প্রথম টেস্টে পাঁচ উইকেটে জয়ের পর লর্ডস টেস্টে ২২ রানে জয় ছিনিয়ে নিয়েছে ব্রিটিশ ব্রিগেড। কিন্তু জয়ের পরও শাস্তির মুখে ইংল্যান্ড ক্রিকেট দল। মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে স্টোকসদের। এমনকী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও নেমে গিয়েছে ইংল্য়ান্ড দল।
আসলে ভারতের বিরুদ্ধে লর্ডস টেস্টে নির্দিষ্ট ওভার রেট বজায় রাখতে পারেননি ওকস, আর্চাররা। তাঁদের ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। স্লো ওভার রেটের জন্য ব্রিটিশ দলের সব প্লেয়ারদের ম্য়াচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
কী বলছে আইসিসির নিয়ম?
আইসিসির নিয়ম অনুযায়ী ওভার শেষ করা নির্ধারিত সময়ের মধ্য়ে না হলে এক পয়েন্ট কেটে নেওয়া হয় সাধারণত ফিল্ডিং টিমের। এমনকী পাঁচ শতাংশ জরিমানাও করা হয়। ইংল্যান্ড ক্রিকেট দল নির্ধারিত সময়ের মধ্য়ে দুটো ওভার কম করেছে, ফলে তাঁদের শাস্তি বেড়েছে। দু পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। চলতি সিরিজে দুটো ম্য়াচ জিতে ২৪ পয়েন্ট হয়েছিল স্টোকস বাহিনীর। কিন্তু দুটো পয়েন্ট কেটে নেওয়ার ফলে ২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর পয়েন্ট শতাংশ কমে হয়েছে ৬১.১১। ফলে শ্রীলঙ্ক টেক্কা দিয়েছে ইংল্য়ান্ড ক্রিকেট বাহিনীকে। স্টোকসরা পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গিয়েছে। দুইয়ে উঠে এসেছে লঙ্কা বাহিনী। ৬৭.৬৭ পয়েন্ট শতাংশ রয়েছে এই মুহূর্তে দ্বীপরাষ্ট্রের।
উল্লেখ্য, গত সোমবার ১৪ জুলাই যখন ফের বুমরা সেই লর্ডসের ক্রিজে আঠার মতো আটকে গেলেন, খেলে ফেললেন পঞ্চাশের ওপর বল, আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেবার শামির সঙ্গে জুটি বেঁধে অসাধ্য সাধন করলে, সোমবার রবীন্দ্র জাডেজার সঙ্গেই বা পারবেন না কেন? লক্ষ্য ক্রমশ নাগালের মধ্যে আসছে। আর ব্রাইডন কার্স, শোয়েব বশির, বেন স্টোকসদের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে ব্যাট হাতে লড়ে চলেছেন ফাস্টবোলার বুমরা। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বাঁধছিলেন।
কিন্তু স্টোকসের বলে অহেতুক চালাতে গিয়ে আউট হলেন বুমরা। ৫৪ বল ক্রিজে কাটিয়ে। ৫ রান করে। ভারতের ম্যাচ জিততে তখনও ৪৬ রান বাকি। বুমরা ফিরতেই জোরাল ধাক্কা খেয়েছিল ভারত। তবু, হাল ছাড়েননি মহম্মদ সিরাজ ও জাডেজা। জাডেজা হাফসেঞ্চুরি করলেন। সিরাজের সঙ্গে মিলে কার্যত নাভিশ্বাস তুলে দিলেন ইংরেজ শিবিরে। শেষ পর্যন্ত শোয়েব বশিরের বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হলেন সিরাজ। ৪ রান করে। বশিরের বলটি ব্যাটের মাঝখান দিয়ে রক্ষণাত্মক শট খেলেছিলেন সিরাজ। সেই বলটিই মাটিতে পড়ে স্টাম্পে লাগে। বেল পড়ে যেতেই উৎসব শুরু ইংল্যান্ডের ক্রিকেটারদের।




















