ENG vs AUS Preview: ইংল্যান্ডের আত্মসম্মানের লড়াই, সেমিতে পৌঁছতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া, আমদাবাদে কে জিতবে?
England vs Australia: পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়া আপাতত তৃতীয় স্থানে রয়েছে, ইংল্যান্ড রয়েছে সবার শেষে।
আমদাবাদ: দুই চিরপ্রতিদ্বন্দ্বী, দুই মহাতারকা অধিনায়ক, তারকায় ভর্তি দল এবং বিশ্বকাপের (ODI World Cup 2023) 'বিজনেস এন্ড'। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার (England vs Australia) এক অবিস্মরণীয় দ্বৈরথ দেখার জন্য তৈরি ছিল। ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্স, এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ কিন্তু অনেকটাই কমিয়ে এনেছে। তবে চিরপ্রতিদন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচ কোনও সময়ই পরিবেশ, পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। তাই ম্যাচের আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ফর্ম ভিন্নরকমের হলেও, ম্যাচে কড়া টক্কর হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল।
ইংল্যান্ড কিন্তু অন্তত খাতায় কলমে এখনও সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায়নি। সেই আশা আরেও কয়েকটা দিন উজ্জীবিত রাখার জন্য গতবারের চ্যাম্পিয়নদের আজকের ম্যাচ জিততেই হবে। অপরদিকে, অজ়িরা ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয় দিয়ে টুর্নামেন্টের শুরুটা করে। তবে নাগাড়ে চার জয়ে প্যাট কামিন্সরা কিন্তু বিশ্বকাপের সেমিতে পৌঁছনোর দৌড়ে ভালভাবেই রয়েছে। সেই লক্ষ্যের দিকেই আরও একধাপ এগিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
বর্তমানে সাতটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ হার ও চারটি জয়ের সুবাদে লিগ তালিকায় চার নম্বরে রয়েছেন প্যাট কামিন্সরা। অপরদিকে, মাত্র এক ম্যাচ জিতে একেবারে তলানিতে গত বারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। এই ম্যাচে জয় শেষ চারে পৌঁছনোর দৌড়ে অস্ট্রেলিয়ার দাবি আরও জোরাল করবে। তবে ইংল্যান্ডের সেমিফাইনালে পৌঁছনোর কার্যত কোনও আশা না থাকলেও, তাঁদের বর্তমানে প্রাথমিক লক্ষ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন।
বিশ্বকাপের মাঝপথেই হঠাৎ করে ঘোষণা করা হয় যে পয়েন্ট তালিকায় প্রথম সাতে থাকা দলগুলিই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ছাড়পত্র পাবে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বর্তমান যা পরিস্থিতি, তাতে জস বাটলাররা চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে পারবেন না। সেই কারণেই ইংল্যান্ড দল আপাতত প্রথম সাতটি দলের মধ্যেই শেষ করতে বদ্ধপরিকর। আর সেই লক্ষ্যপূরণ করতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ। উপরন্তু, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বাটলারদের লড়াইটা আত্মসম্মানেরও। তাই দুই দল যে এই ম্যাচে একচুলও জমি ছেড়ে দেবে না, সেটা বলাই বাহুল্য। ক্রিকেটপ্রেমীরা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখারই প্রত্যাশা করছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে 'গার্ডেন সিটি'তে মুখোমুখি নিউজ়িল্যান্ড-পাকিস্তান