James Anderson: জোর করে অবসর নিতে বাধ্য করানো হয়েছিল? অ্য়ান্ডারসনের মন্তব্যে পড়ে গেল শোরগোল
IND vs ENG: আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯১ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। কিন্তু ৪২ বছর বয়সি প্রাক্তন ইংরেজ পেসার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে এমন এক মন্তব্য করে বসেছেন, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

লন্ডন: গত বছর ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টের পরই টেস্ট সিরিজকে বিদায় জানিয়েছিলেন। ইংল্যান্ডের সর্বাধিক উইকেট শিকারিই তিনি নন শুধু। জেমস অ্য়ান্ডারসন (James Anderson) পেসারদের মধ্য়ে বিশ্বে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক। বিশ্ব ক্রিকেটে মুত্থাইয়া মুরলিথরণ, শেন ওয়ার্নের পর তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি অ্য়ান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯১ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। কিন্তু ৪২ বছর বয়সি প্রাক্তন ইংরেজ পেসার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে এমন এক মন্তব্য করে বসেছেন, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তিনি জানিয়েছেন আরও ১২-১৮ মাস তাঁর খেলার পরিকল্পনা ছিল। কিন্তু দল থেকে সরে আসতে হয় তাঁকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলা হয়েছে, ''আমার অনুভূতিটা মিশ্র। এটা এমন একটা বিষয় যা আমার হাতের বাইরে। দলের মধ্য়ে থেকে আমাকে বের করে দেওয়ার মতই পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই মুহূর্তে আমার কাছে যা ভীষণ অস্বস্তিকর ছিল। অবসর নেওয়ার আগের ছয় মাস ধরে আমি নিজের শেষ টেস্ট খেলার প্রস্তুতি নিয়ে চলছিলাম। আমার মাথায় কোনও অবসরের চিন্তাভাবনা ছিল না। আরও কিছুদিন খেলতে চেয়েছিলাম। আমি এখনও মনে করি যে আমার টেস্ট খেলার মানসিকতা এখনও রয়েছে। কঠিন প্রস্তুতি এখনও করার ক্ষমতা রাখি।'' গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লর্ডসে শেষবার টেস্ট খেলতে নেমেছিলেন অ্য়ান্ডারসন। সেই ম্য়াচে ইনিংস ও ১১৪ রানে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
আসন্ন ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে মার্ক উডকে পাওয়া যাবে না। চোটের জন্য ছিটকে গিয়েছেন ইংরেজ পেসার। স্টুয়ার্ট ব্রড অবসর নিয়ে নিয়েছিলেন আগেই। এই পরিস্থিতিতে অ্যান্ডারসনকে কি ফের অবসর ভেঙে খেলতে দেখা যাবে? ডানহাতি পেসার বলছেন, ''আমার মনে হয় দরজা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েচে। তবে আমার কাছে যদি এখনও একটি ফোন আসে। তবে আমি কিন্তু ভেবে দেখব। কিন্তু তা হবে বলে আমার মনে হয় না।''
ইংল্যান্ড সফরে বাংলার ছেলে
ইংল্যান্ড সফরে পাঁচটি ওয়ান ডে ও দুটি চারদিনের ক্রিকেট ম্যাচ খেলবে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। সেই দলে রয়েছেন বাংলার জোরে বোলার যুধাজিৎ গুহ। ভারতের অনূর্ধ্ব ১৯ দলে আগেও সুযোগ পেয়েছেন। প্রথমবার ইংল্যান্ড সফরে যাবেন ভেবে উচ্ছ্বসিত তরুণ ক্রিকেটার। এবিপি আনন্দকে বলছিলেন, 'ছোট থেকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ হলে টিভিতে দেখতাম। সেই থেকে স্বপ্ন দেখতাম, একদিন ইংল্যান্ডের মাটিতে খেলব। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি ভীষণ খুশি।'




















