England vs India: নেতৃত্বে আয়ুষ, ভারতীয় দলের ইংল্যান্ড সফরে ডাক পেল বৈভব সূর্যবংশীও
India U19 squad for Tour of England: ইংল্যান্ড সফরে একটি ৫০ ওভারের ওয়ার্ম আপ ম্যাচ, পাঁচটি ওয়ান ডে ম্যাচ ও দুইটি চারদিনের ম্যাচ খেলবে ভারতীয় তরুণরা।

মুম্বই: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের মহারণ। তবে আইপিএলের পরেই ইংল্যান্ডের মহাগুরুত্বপূর্ণ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেই একই সময়ে ইংল্যান্ডে যাচ্ছে আরও একটি ভারতীয় দল। সেই দলে ডাক পেলেন আইপিএল মাতানো দুই তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ও আয়ুষ মাত্রে (Ayush Mhatre)।
২০ জুন থেকে যেখানে শুভমন গিলার বেন স্টোকসদের বিরুদ্ধে খেলবেন, সেখানে প্রায় একই সময়ে ২৪ জুন থেকে বিলেতে খেলতে নামবে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। সেই দলেরই নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হল মুম্বইয়ের আয়ুষ মাত্রেকে। দলে রয়েছেন বৈভব। বাংলার যুদ্ধজিৎ গুহও ভারতীয় এই দলে সুযোগ পেয়েছেন। এই ইংল্যান্ড সফরে একটি ৫০ ওভারের ওয়ার্ম আপ ম্যাচ, পাঁচটি ওয়ান ডে ম্যাচ ও দুইটি চারদিনের ম্যাচ খেলবে ভারতীয় তরুণরা।
সিএসকের হয়ে আয়ুষ মাত্রে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্ত হিসাবে সুযোগ পায়। মাত্র ১৭ বছর বয়সেই আইপিএলে মাঠে নেমে নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরেছেন আয়ুষ। সিএসকের হতাশাজনক মরশুমেও ছয় ম্যাচে ১৮৭-র অধিক স্ট্রাইক রেটে ২০৬ রান করে। অপরদিকে, ১৪ বছরের বৈভব তো নিজের আগ্রাসী ব্যাটিংয়ে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। আইপিএলে ভারতীয় হিসাবে দ্রুততম শতরানের মালিক সে।
🚨 𝗡𝗘𝗪𝗦 🚨
— BCCI (@BCCI) May 22, 2025
India U19 squad for Tour of England announced.
Details 🔽
সাত ম্যাচ খেলে ৩৬-র গড় ও ২০৬-র অধিক স্ট্রাইক রেটে ২৫২ রান করে মরশুম শেষ করে বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার। দুই প্রতিভাবান তরুণকেই এবার জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯ স্তরে খেলতে দেখা যাবে। বৈভব অবশ্য এই প্রথম নয়, এর আগেও অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানও করেছিল সে। কিন্তু সেটা ছিল দেশের মাটিতে। এবার ইংল্যান্ডের চ্যালেঞ্জিং পরিবেশে সে কেমন পারফর্ম করে, সেইদিকে সকলের নজর থাকবে।
অভিজ্ঞান কুণ্ডুকে দলের কিপার তথা সহ-অধিনায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচকরা ১৬ জনের প্রাথমিক দলের ঘোষণা তো করেইছেন, পাশাপাশি ব্যাক আপ হিসাবে আরও পাঁচ ক্রিকেটারকে বিলেত সফরে নিয়ে যাবে ভারত। ২৪ জুন থেকে শুরু হয়ে ভারতীয় ক্রিকেট দলের ছোটদের এই বিলেত সফর কিন্তু ২০ জুলাই পর্যন্ত, অর্থাৎ বেশ লম্বা সময় চলবে।




















