Rishabh Pant: নেতৃত্বে বাকিদের থেকে আলাদা পন্থ, কিন্তু কেন? খোলসা করলেন প্রাক্তন বঙ্গ অধিনায়ক
IND vs BAN: ধারাবাহিক ভাল পারফরম্য়ান্সের সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ঢুকে পড়েন। সেই টুর্নামেন্টে ১২৭-র ওপর স্ট্রাইক রেটে ১৭১ রান ঝুলিতে পুরেছিলেন।
কানপুর: ভয়াবহ গাড়ি দুর্ঘটনা (Car Accident) তাঁর কেরিয়ারের দেড়টা বছর কেটে নিয়েছিল। এরপর আইপিএলের মধ্যে দিয়ে ফিরেছিলেন ২২ গজে। কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিক ভাল পারফরম্য়ান্সের সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ঢুকে পড়েন। সেই টুর্নামেন্টে ১২৭-র ওপর স্ট্রাইক রেটে ১৭১ রান ঝুলিতে পুরেছিলেন। আর বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে নজরকাড়া সেঞ্চুরি। মানসিকভাবে তিনি যে এখনও সেই আগের ঋষভ পন্থই (Rishabh Pant) রয়েছেন, তা বুঝিয়ে দিয়েছিলেন দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটার। এবার পন্থের নেতৃত্বের প্রশংসা করলেন বাংলার প্রাক্তন অধিনায়ক ও জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)।
চেন্নাই টেস্টে ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন পন্থ। ১৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। পন্থের ইনিংস জমিয়ে উপভোগ করেছেন মনোজ। অনেকেই পন্থকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও দেখছেন। মনোজ বলছেন, ''সম্প্রতি কয়েকটি টুর্নামেন্টে দেখা গিয়েছে গিল নেতৃত্ব দিয়েছে। এর থেকে বোঝা যায় যে গিলকে হয়ত ভবিষ্যৎ হিসেবে ভাবতে চাইছে বিসিসিআই। কিন্তু আমি পন্থের কথাও বলব। ওঁর নেতৃত্ব, দলকে সামলানোর ধরণ একদমই আলাদা বাকিদের থেকে। যদিও গিল কিছুটা এগিয়ে।''
আইপিএলে অনেক দিন ধরেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে কাজ করছেন ঋষভ পন্থ। ২০০২ সালে গাড়ি দুর্ঘটনার পর প্রায় ১৪ মাসের মাথায় চলতি বছর আইপিএল দিয়ে ২২ গজে প্রত্যাবর্তন করেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। গত আইপিএলে ১৩ ম্য়াচে ৪৪৬ রান করেছেন পন্থ।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পন্থকে ছাড়াই হয়ত ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হতে পারে। কানাঘুষো শোনা যাচ্ছে যে ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখেই হয়ত পন্থকে বিশ্রম দেওয়া হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ রয়েছে। এরপর বর্ডার গাওস্কর ট্রফিও রয়েছে। যে সিরিজে রোহিতের শিবিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য পন্থ। তাই তাঁর সুস্থ ও ফিট থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার জন্য়ই হয়ত বাংলাদেশের বিরুদ্ধে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে পন্থকে। আইসিসি টেস্ট ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে ৬ নম্বর জায়গা ফিরে পেলেন পন্থ। বুধবার, ২৫ সেপ্টেম্বর যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেখানে পন্থকে দেখা যাচ্ছে ব্যাটারদের তালিকার ৬ নম্বরে।