IND vs PAK: 'না খেললে, এখানে আসার আগেই..', পাকিস্তান ম্য়াচে না খেলা প্রসঙ্গে ভাজ্জিদের খোঁচা আফ্রিদির
IND vs PAK Cricket: যুবরাজ সিংহ, সুরেশ রায়না, হরভজন সিংহ, ইরফান পাঠান, ইউসুফ পাঠানের মত প্রথমসারির ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল।

এজবাস্টন: বিশ্ব চ্যাম্পিয়ন্স লেজেন্ডস পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে ম্য়াচে বাতিল হয়ে গিয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় সিজন শুরু হয়েছে চলতি সপ্তাহে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা এই ছয়টি দেশ রয়েছে তালিকায়। কিন্তু ভারত-পাকিস্তান ম্য়াচ এজবাস্টন, বার্মিংহ্যামে হওয়ার কথা ছিল।
সূত্র অনুযায়ী যুবরাজ সিংহ, সুরেশ রায়না, হরভজন সিংহ, ইরফান পাঠান, ইউসুফ পাঠানের মত প্রথমসারির ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। এই ইস্যুতে এবার মুখ খুললেন শাহিদ আফ্রিদি। প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার বলছেন, ''আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আমরা বারবার উল্লেখ করেছি যে ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা উচিৎ সবসময়। ক্রিকেট এগিয়ে নিয়ে চলা উচিৎ। একজন প্লেয়ার ভাল অ্য়াম্বাসেডর হতে পারে। কিন্তু কখনও একটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কেন্দ্রবিন্দু হতে পারে না।''
শেষ মুহূর্তে ভারতের পাকিস্তান ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে খোঁচা দিয়ে প্রাক্তন পাক অলরাউন্ডার বলেন, ''আমার মনে হয় যদি ভারতের পাকিস্তানের সঙ্গে খেলার কোনও ইচ্ছে না থাকে, তাহলে তো আগেই বলতে পারত তা। হঠাৎ করে এভাবে ম্য়াচ বাতিল করার কোনও মানে তো হয় না। ম্য়াচের জন্য অনুশীলনও করেছে ভারতীয় দল। কিন্তু শেষ মুহূর্তে ম্য়াচ বাতিল করে দিল তারা।''
ইংল্যান্ডের মাটিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
আগের তিনটি ফাইনালের মত, আগামী তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও ইংল্যান্ডের মাটিতেই হতে চলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী তিনটি ফাইনালও আয়োজিত হতে চলেছে ইংল্যান্ডে। এই বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। উল্লেখ্য়, টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালটি আয়োজিত হয়েছিল সাদাম্পটনে। যেখানে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে হারিয়ে যেখানে চ্যাম্পিয়ন হয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দ্বিতীয় ফাইনালটি হয়েছিল ওভালে। ফের ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। তাঁদের হারিয়ে খেতাব জিতে নেয় অজি বাহিনী। আর এবার অস্ট্রেলিয়া রানার্স আপ হয় লর্ডসের ফাইনালে। তাদের হারিয়ে চ্য়াম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।
আইসিসির তরফে এটাই জানানো হয়েছে যে তিনটি ফাইনাল যেভাবে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এত সফলভাবে আয়োজন করেছে, তাতে আইসিসির বিশ্বাস অর্জন করে নিয়েছে তারা। যদিও প্রত্যেকবার ইংল্যান্ডেই টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের আয়োজন নিয়ে প্যাট কামিন্স ও রোহিত শর্মার মত তারকারা আওয়াজ তুলেছিলেন।




















