England Cricketer Dies: অ্য়াশেজের দ্বিতীয় টেস্টের আগেই ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ খবর, চলে গেলেন স্মিথ
Robin Smith Dies: টেস্ট ফর্ম্যাটে ইংল্যান্ডের জার্সিতে ৪২৩৬ রান করেছিলেন স্মিথ। ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৭৫। কেরিয়ারে ৯টি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। ওয়ান ডে ফর্ম্যাটে ৭১টি ম্য়াচ খেলেছেন।

পারথ: আগামীকাল ৪ ডিসেম্বর থেকে শুরু অ্য়াশেজের দ্বিতীয় টেস্ট। তার আগেই ক্রিকেটপ্রেমীদের জন্য় খারাপ খবর। চলে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রবিন স্মিথ। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ারের তরফে এই বিষয়ে ঘোষণা করা হয়। দক্ষিণ আফ্রিকায় জন্ম হওয়া স্মিত ইংল্যান্ডের জার্সিতে ১৯৮৮ থেকে ১৯৯৬ সময়কালের মধ্য়ে প্রায় ৬২ টেস্ট খেলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রাণ হারিয়েছেন তিনি। প্রয়াত ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতে ব্রিসবেনে বৃহস্পতিবার শুরু হতে চলা অ্যাশেজের দ্বিতীয় টেস্টে কালো ব্যাজ পরে নামবেন ইংল্য়ান্ড ক্রিকেটাররা ৷
টেস্ট ফর্ম্যাটে ইংল্যান্ডের জার্সিতে ৪২৩৬ রান করেছিলেন স্মিথ। ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৭৫। কেরিয়ারে ৯টি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। ওয়ান ডে ফর্ম্যাটে ৭১টি ম্য়াচ খেলেছেন। চারটি সেঞ্চুরিও করেছিলেন। ১৯৮৮ সালে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই বছরই ওয়ান ডে ফর্ম্য়াটেও ডেবিউ করেন। পরের বছর অ্য়াশেজে দলকে জেতাতে না পারলেও স্মিথই ছিলেন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৫৫৩ রান করেছিলেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে পুরো কেরিয়ারটাই হ্যাম্পশায়ারের হয়ে খেলেছেন রবিন স্মিথ। ৬১টি শতরান সহ করেছেন মোট ২৬,১৫৫ রান। স্মিথের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান রিচার্ড থম্পসন৷
একাদশ ঘোষণা করল না অস্ট্রেলিয়া
ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেও অস্ট্রেলিয়া একাদশ সম্পর্কে কোনও নিশ্চয়তা দেননি স্টিভ স্মিথ। কামিন্সের অনুপস্থিতিতে ডানহাতি ব্যাটারই পারথে নেতৃত্বভার সামলেছিলেন। যদিও গাব্বা টেস্টের একাদশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্মিথ জানিয়ে দেন খেলার আগে আগে সিদ্ধান্ত নেওয়া হবে চূড়ান্ত। এদিকে, চোটের জন্য ওসমান খাওয়াজা যে খেলছেন না গাব্বায়, তা মোটামুটি নিশ্চিত। তাঁর পরিবর্তে প্রথম একাদশে ঢুকে পড়তে পারেন জশ ইংলিশ। সাদা বলের ফর্ম্য়াটে অজি স্কোয়াডের অটোমেটিক চয়েস ইংলিশ। কিন্তু টেস্ট ফর্ম্য়াটেও এবার নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন তিনি।
পারথে নেটে বোলিং করতে দেখা গিয়েছিল কামিন্সকে। তবে গত শুক্রবার ১৪ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছিল সেখানে তারকা পেসার ছিলেন না। কিন্তু অফিশিয়ালি কামিন্স কিন্তু অজি দল থেকে ছিটকে যাননি।
উল্লেখ্য, চলতি অ্যাশেজে যে ইংল্য়ান্ড একাদশ খেলছে, তার মধ্য়ে চারজন স্টোকস, রুট, ক্রলি ও পোপ শুধুমাত্র গোলাপি বলের দিন রাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন আগে। স্টোকস বলছেন, ''অনেক দলই গাব্বায় গিয়েছে ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হেরেছে। কিন্তু এটা নতুন মাঠ। আমাদের দলেও প্রচুর মুখ রয়েছে, যারা আগে অ্য়াশেজে দিন রাতের টেস্ট খেলেনি। তাঁদের কাছে এটি নতুন চ্যালেঞ্জ হতে চলেছে।''




















