IND vs ENG: নতুন ভারতীয় দলের প্রথম ইংল্যান্ড সফর, গিলদের নিয়ে আশার বাণী শোনালেন পাঠান
Irfan Pathan: এই পরিস্থিতিতে রুটদের বিরুদ্ধে কতটা চাপে পড়তে হবে ভারতীয় দলকে, তা সময়ই বলবে। কিন্তু শুভমন গিলের এই নতুন ভারতীয় টেস্ট দলকে নিয়ে আশা দেখছেন ইরফান পাঠান।

নয়াদিল্লি: আইপিএলের পরই পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় দল। তবে এবারের সফরটা ভারতের জন্য় একটু আলাদা। নেই বিরাট, রোহিতের মত তারকা ও অভিজ্ঞ ব্য়াটার। নেই রবিচন্দ্রন অশ্বিনের মত অভিজ্ঞ ম্য়াচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখা অফস্পিনার। জাডেজা, রাহুল ও কিছুটা বুমরা। বাকিরা প্রায় সবারই টেস্টের আঙিনায় ৩-৪ বছর হয়েছে। এই পরিস্থিতিতে রুটদের বিরুদ্ধে কতটা চাপে পড়তে হবে ভারতীয় দলকে, তা সময়ই বলবে। কিন্তু শুভমন গিলের এই নতুন ভারতীয় টেস্ট দলকে নিয়ে আশা দেখছেন ইরফান পাঠান। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার মনে করেন এই ভারতীয় দলের প্রত্যেকের মধ্য়ে জেদ ও প্রতিভা রয়েছে।
ভারতীয় টেস্ট স্কোয়াড নিয়ে কথা বলতে গিয়ে সোনি স্পোর্টস ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পাঠান বলেন, ''ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেট খেলা মানে সেখানই তোমার আসল স্কিল, ধৈর্য্য ও চরিত্র বোঝা যায়। কতটা মানসিকভাবে তুমি প্রস্তুত তার আভাস পাওয়া যায়। ভারতীয় ক্রিকেটে নতুন জেনারেশন উঠে এসেছে। এরা কিন্তু দেশের ক্রিকেটকে শুধু এগিয়েই নিয়ে যাবে তা নয়। এরাই হয়ত ইতিহাসও গড়তে পারে। আমার বিশ্বাস এই দলে প্রচুর প্রতিভা রয়েছে ও তাদের মধ্য়ে জেদও রয়েছে ভাল কিছু করার। দেশবাসীর সমর্থনও জোগার করে নিতে পারবে তাঁরা।''
রোহিত ও বিরাট অবসর নেওয়ার পর শুভমন গিলকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। যদিও সেখানে চ্য়ালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর। রাজস্থানের রয়্যালসের দায়িত্ব সামলেছেন এই মরশুমে বিক্রম। তিনি বলছেন, ''এটা সত্যি কথা বলতে ভারতীয় দলের জন্য খুবই কঠিন একটা সফর হতে চলেছে। সিনিয়র প্লেয়াররা সবাই সরে দাঁড়িয়েছে। ফলে এই সফরটা কোনওভাবেই সহজ হবে না টিম ইন্ডিয়ার জন্য। একটা পুরো তরুণ দল যাবে ইংল্যান্ডের মাটিতে। নতুন এক অধিনায়কের অধীনে খেলতে নামবে ভারত। এই সব বিষয়গুলোই কিছুটা চাপে রাখবে দলকে।''
প্রথমে মনে করা হচ্ছিল যে, যশপ্রীত বুমরা হতে পারেন টেস্ট দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া সফরে পারথে টেস্ট জিতেছিল ভারত। তবে চোটপ্রবণ বুমরা টানা টেস্ট খেলার ধকল নিতে পারবেন কি না, তা নিয়েই রয়েছে সংশয়। যে কারণে তিনি নিজেই টেস্ট দলের নেতৃত্বের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।




















