Virat And Rohit: অস্ট্রেলিয়া সফরের আগে বিরাট ও রোহিতকে সতর্ক করলেন শাস্ত্রী, কী বললেন?
Shastri On Virat-Rohit: অস্ট্রেলিয়া সফরের ওয়ান ডে সিরিজের আগে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুভমন গিলকে তাঁর পরিবর্তে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।

মুম্বই: আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ ও পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরই। ওয়ান ডে সিরিজের আকর্ষণ আরও বেড়ে গিয়েছে কারণ বিরাট কোহলি ও রোহিত শর্মা দুই তারকাই ফিরতে চলেছেন ভারতীয় দলের জার্সিতে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে খেলতে দেখা গিয়েছিল ২ তারকাকে।
অস্ট্রেলিয়া সফরের ওয়ান ডে সিরিজের আগে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুভমন গিলকে তাঁর পরিবর্তে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে রোহিত ও বিরাটের জাতীয় দলে নিজের জায়গা পাকা রাখার জন্য নিজের ফর্ম ধরে রাখাটা খুব দরকার। এই বিষয়ে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী সতর্ক করে দিলেন ২ তারকা ব্যাটারকে। শাস্ত্রী বলছেন, ''রোহিত ও বিরাট দুজনেই অভিজ্ঞ ব্যাটার। দলের ব্যাটিং অর্ডারে ভারসাম্য বজায় রাখার জন্যই ওদের নেওয়া হয়েছে। তবে দুজনের ফর্ম ধরে রাখাটা খুব দরকার।''
২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই নিজেদের টেস্ট থেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট ও রোহিত। তবে শাস্ত্রী মনে করেন ২ জনের মধ্য়ে এখনও ক্রিকেট রয়েছে অনেকটা। তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বলছেন, ''অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পছন্দ করে বিরাট ও রোহিত। এর আগে টেস্ট ফর্ম্য়াটেও অস্ট্রেলিয়ার মাটিতে দুজনেই ভাল পারফর্ম করেছে। তবে দীর্ঘদিন ধরেই দুজনে খেলছে না। কিন্তু ওদের এখনও রানের খিদে রয়েছে ভীষণভাবে।''
ওয়ান ডে ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতের রেকর্ড বেশ ঈর্ষণীয়। ৩০ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত ১৩২৮ রান করেছেন রোহিত ৫৩ গড়ে। এই ফর্ম্য়াটে পাঁচটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান ঝুলিতে পুরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। অজি ভূমিতে রোহিতের ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১৭১। উল্লেখ্য, রোহিত শর্মার কয়েক মাসের ব্যবধানে জোড়া আইসিসি ট্রফি জয়ের পরেও অধিনায়কত্ব হারানো নিয়ে চারিদিকে তোলপাড়। তবে প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা কিন্তু এই সিদ্ধান্তে খুব ভুল কিছু দেখছেন না। রোহিতের বয়সের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'সত্যি কথা বলতে ২০২৭ বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স ৪১ হয়ে যাবে। বাস্তবটা মেনে নিতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে গিল কেমন পারফর্ম করে সেটাই দেখার।'




















