Indian Cricket Team: ইংল্যান্ড সফরে চার নম্বর পজিশনে রাহুল, গিল কেউ নয়, কুম্বলের পছন্দ শুনলে অবাক হবেন!
Anil Kumble On IND vs ENG: ২০২৪-২০২৫ মরশুমে বিদর্ভের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছিলেন। এই মুহূর্তে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।

মুম্বই: বিরাট কোহলি আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ইংল্যান্ড সফরের আগে একটা প্রশ্নই বারবার ঘুরেফিরে উঠছে। ব্যাটিং অর্ডারে চার নম্বর পজিশনে কাকে দেখা যাবে টেস্ট সিরিজে। আগামী ২০ জুন থেকে লিডস টেস্ট দিয়ে সিরিজ শুরু। কিন্তু তার আগে দল সাজাতে গিয়েই কিছুটা বেগ পেতে হবে নির্বাচকমণ্ডলীকে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাটিং পজিশন টেস্টে, চার নম্বর পজিশনে বিরাটের জুতোয় কে পা গলাবেন? তা এখন লাখ টাকার প্রশ্ন।
কে এল রাহুল থেকে শুভমন গিল। এই দুজনের নামই বেশি করে শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটের সার্কিটে। তবে প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে কিন্তু অন্য় একজনের নাম নিয়েছেন। তিনি হলেন করুণ নায়ার। টেস্টে ভারতের হয়ে ত্রিশতরানের ইনিংস রয়েছে ঝুলিতে। কিন্তু আচমকাই দল থেকে বাদ পড়েছিলেন। এরপর থেকে আর কামব্যাক করা সম্ভব হয়নি তাঁর। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফর্ম্যান্সের সুবাদে ফের করুণ নায়ারকে এবার নির্বাচকরা জাতীয় দলের জন্য ভাবা শুরু করেছেন। কুম্বলে বলছেন, ''আমার মনে হয় না টেস্টে ব্য়াটিং অর্ডারে চার নম্বর পজিশন নিয়ে বেশি কেউ কিছু ভেবেছে। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে রোহিত খেলেনি। তার জন্য রাহুল টপ অর্ডারে উঠে এসেছিল। কিন্তু রোহিত ফেরার পর রাহুল ব্যাটিং অর্ডারে নীচের দিকে নেমে গিয়েছে। তবে পাকাপাকি কোনও ভাবনাচিন্তা এখনও পর্যন্ত হয়নি।''
কিংবদন্তি প্রাক্তন লেগস্পিনার বলেন, ''করুণ নায়ারের নিঃসন্দেহে ভারতীয় দলের জার্সিতে কামব্যাক করা উচিৎ। যে ফর্ম ও দেখিয়েছেন ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে, তাতে সত্যি ওর জন্য দলে ঢোকা প্রয়োজন। ইংল্য়ান্ডে একজন প্লেয়ার দরকার যার অভিজ্ঞতা রয়েছে। করুণের কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই ওখানকার পরিবেশ সম্পর্কে অনেকটাই অবগত ও। অবশ্যই করুণের বয়সও ত্রিশের গণ্ডি পেরিয়ে গিয়েছে অনেক আগেই। কিন্তু এখনও কিন্তু ও ফিট। ওকে যদি সুযোগ দেওয়া হয়, তবে আরও অনেক তরুণ ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেট খেলার আগ্রহ বাড়বে। যদি ঘরোয়া ক্রিকেটের পারফরম্য়ান্সকে প্রাধান্য় দেওয়া না হয়, তবে কিন্তু সত্যি চ্যালেঞ্জিং পরিস্থিতি হয়ে যাবে।''
২০২৪-২০২৫ মরশুমে বিদর্ভের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছিলেন। এই মুহূর্তে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
আরও পড়ুন: বারবার চোট পাচ্ছেন ময়ঙ্ক, প্রশ্নের মুখে ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমি




















