KKR: টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারিই এবার নাইটদের বোলিং কোচের দায়িত্বে
Tim Southee: প্রায় ১৫ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। অগাধ অভিজ্ঞতা। তিন ফর্ম্য়াটেই কিউয়ি বোলিং লাইন আপের অন্যতম স্থম্ভ ছিলেন। কুড়ির ফর্ম্যাটে ১৬৪ উইকেটের মালিক।

কলকাতা: হেডকোচ হিসেবে অভিষেক নায়ারকে আগেই নিয়েছিল দল। এরপর বিশ্বজয়ী অজি অলরাউন্ডার শেন ওয়াটসনকেও কোচিং স্টাফ হিসেবে নিযুক্ত করেছিল তারা। এবার কেকেআর তাঁদের আগামী মরশুমের জন্য বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল টিম সাউদিকে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক সাউদিই।
প্রায় ১৫ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। অগাধ অভিজ্ঞতা। তিন ফর্ম্য়াটেই কিউয়ি বোলিং লাইন আপের অন্যতম স্থম্ভ ছিলেন। কুড়ির ফর্ম্যাটে ১৬৪ উইকেটের মালিক। দেশের জার্সতে ১০০-র ওপরে টেস্ট, ১৫০ ওয়ান ডে ও ১২০টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন এই ডানহাতি পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭৬ উইকেটের মালিক সাউদি। দেশের জার্সিতে নেতৃত্বভার সামলেছেন সব ফর্ম্য়াটেই। এমনকী ২০১৯ বিশ্বকাপে রানার্স আপ হওয়া ও ২০২১ টেস্ট চ্য়াম্পিয়নশিপ জয়ী নিউজিল্য়ান্ড দলের লিডারশিপ গ্রুপের অন্য়তম মুখ ছিলেন সাউদিই।
কেকেআরের বোলিং কোচ হিসেবে নতুন মরশুমে দেখা যাবে। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে কিন্তু এই প্রথমবার নামবেন না সাউদি। এর আগে প্লেয়ার হিসেবে ২০২১, ২০২২, ২০২৩ মরশুমে কেকেআরে খেলেছেন তারকা পেসার। শাহরুখের ফ্র্য়াঞ্চাইজির হয়ে ১৪ ম্য়াচে মোট ১৯ উইকেটও ঝুলিতে পুরেছিলেন তারকা পেসার। উল্লেখ্য, ইংল্যান্ড দলের বোলিং পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন সাউদি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্ব ক্রিকেটের সর্বাধিক উইকেটসংগ্রাহকদের অন্যতম সাউদি। গত মরশুমে চাপের মুখে কেকেআর বোলিং আক্রমণের ব্যর্থতা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। অতীতে কেকেআরের হয়ে খেলা সাউদির সামনে কিন্তু সেটাই বড় চ্যালেঞ্জ হতে চলেছে।
প্রাক্তন কিউয়ি পেসারকে দলে পাওয়া নিয়ে উচ্ছ্বসিত কেকেআর সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেন, ''টিম সাউদিকে কলকাতা নাইট রাইডার্স পরিবারে আবার স্বাগত জানাচ্ছি। ওঁর অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। দলের তরুণ বোলারদের কাছে উনি আদর্শ হয়ে উঠতে পারেন।'' পুরনো আইপিএল দলে নতুন দায়িত্ব পেয়ে বেজায় খুশি সাউদিও। তিনি বলছেন, ''কেকেআর আমার পুরনো ঘর। ওখানে নতুন ভূমিকায় ফিরতে পেরে গর্বিত অনুভব করছি। আইপিএলে সেরা দলগুলোর মধ্যে কেকেআর অন্যতম। তিন বারের চ্যাম্পিয়ন। এ বারও ওদের চ্য়াম্পিয়ন করার চেষ্টা করব।''
View this post on Instagram




















