Gavaskar on Hardik: ২০২৩ সালের পর এই তরুণকেই জাতীয় দলের নেতৃত্বে দেখতে চান গাওস্কর
Sunil Gavaskar Update: টেস্ট সিরিজে জয় পেলেও ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মা খেলবেন না। তাঁর বদলে হার্দিক পাণ্ড্য নেতৃত্ব দেবেন প্রথম ম্য়াচে।
মুম্বই: বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। আইপিএলের আগে এটাই জাতীয় দলের জার্সিতে শেষ সিরিজ ভারতীয় ক্রিকেটারদের কাছে। টেস্ট সিরিজে জয় পেলেও ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মা খেলবেন না। তাঁর বদলে হার্দিক পাণ্ড্য নেতৃত্ব দেবেন প্রথম ম্য়াচে। এর আগেই জাতীয় দলের জার্সিতে নেতৃত্ব দিয়েছেন বঢোদরার অলরাউন্ডার। সাফল্যও পেয়েছেন। আর তাই ২০২৩ বিশ্বকাপের পর হার্দিক পাণ্ড্যকেই ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান সুনীল গাওস্কর। চলতি বছর ওয়ান ডে বিশ্বকাপের পরই রোহিত শর্মার বদলে হার্দিককে ৫০ ওভারের ফর্ম্যাটে অধিনায়ক করার সওয়াল তুলেছেন লিটল মাস্টার।
কী বলছেন গাওস্কর?
এক সাক্ষাৎকারে সুনীল গাওস্কর বলেন, ''আমরা এর আগে দেখেছি যে হার্দিক পাণ্ড্য অধিনায়ক হিসেবে দলের সঙ্গে দারুণভাবে কাজ করেছে। খুব সহজভাবে ও প্লেয়ারদের সঙ্গে মিশে গিয়েছে। প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছে। এটাই দরকার ভীষণভাবে। সবাই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে। হার্দিক যেভাবে দলের প্রত্যেককে উদ্বুদ্ধ করে, তা একটা দারুণ নিদর্শন।"