Hardik Pandya: বিজয় হাজারেতে শতরান হাঁকানোর দিনেই ওয়ান ডে দলে ব্রাত্য, কেন কিউয়িদের বিরুদ্ধ খেলবেন না হার্দিক?
India vs New Zealand: ১১ জানুয়ারি থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।

নয়াদিল্লি: বিজয় হাজারেতে তিনি যেদিন বঢোদরার হয়ে ব্যাটে ঝড় তুললেন, লিস্ট এ ক্রিকেটে নিজের প্রথম শতরান হাঁকালেন, সেইদিনই ভারতীয় ওয়ান ডে দল থেকে বাদ পড়লেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। কিন্তু কেন? বিসিসিআইয়ের তরফে এই পিছনে ফিটনেসই অন্যতম প্রধান কারণ হিসাবে বলা হয়।
চোটর কারণে হার্দিক দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। তবে চোট সারিয়ে তিনি ফিরেছেন। ঘরোয়া ক্রিকেটে বঢোদরার হয়ে খেলছেনও। তাহলে হার্দিকের ফিটনেস নিয়ে কীসের সমস্যা? আসলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে সদ্য চোট থেকে ফেরা হার্দিক এখনও সম্পূর্ণ ফিট নন এবং তাঁর ওয়ার্কলোডের কথা ভেবেই তাঁকে দল থেকে বাদ নয়, বরং কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের (India vs New Zealand) জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে বলা হয়, 'বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স এখনও হার্দিক পাণ্ড্যকে ম্যাচে ১০ ওভার বল করার ছাড়পত্র দেয়নি। যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে, সেই কথা মাথায় রেখেই ওর ওয়ার্কলোড ম্যানেজ করা হচ্ছে।' শ্রেয়স আইয়ার অবশ্য দলে জায়গা পেয়েছেন তবে তিনি এখনও সেন্টার অফ এক্সিলেন্স থেকে ফিটনেসের ছাড়পত্র পাননি।
𝗡𝗢𝗧𝗘:
— BCCI (@BCCI) January 3, 2026
Shreyas Iyer’s availability is subject to fitness clearance from BCCI COE.
Hardik Pandya has not been cleared by the BCCI COE to bowl 10 overs in a match, and considering the ICC Men’s T20 World Cup to follow, his workload is being managed.#TeamIndia | #INDvNZ
নিউজ়িল্যান্ডের জন্য দলে ফেরানো হয়েছে অধিনায়ক শুভমন গিলকেও। যিনি চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলেননি। তাঁর পরির্তে সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই সিরিজে জিতেছিল ভারত। ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন রোহিত ও কোহলি।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলবেন শুভমন। তাঁকেই অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে যে শুভমনের নেতৃত্বেই ট্রফি জয়ের অঙ্ক কষছে ভারত, সেটাও অনেকটাই পরিষ্কার।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিংহ ও যশস্বী জয়সওয়াল




















