Harmanpreet Kaur: বিশ্বকাপ ফাইনালের আগের রাতে হরমনপ্রীতকে ফোন করেছিলেন সচিন! ভারতীয় অধিনায়ককে কী বলেন 'লিটল মাস্টার'?
Indian Women's Cricket Team: সপ্তাহান্তে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

নয়াদিল্লি: এই মাত্র দিনকয়েক আগেই নভি মুম্বইয়ে এক মায়াবী রাতে ভারতের স্বপ্নপূরণ হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই ফাইনাল ম্যাচের আগে স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমী দেশের সকলেই হয়তো সুযোগ পেলে অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) কিছু না কিছু পরামর্শ দিতেন। তবে সেই ফাইনালে হরমন এক বিশেষ ব্যক্তির পরামর্শ পান। সেই ব্যক্তি তাঁকে ফোন করে পরামর্শ দেন। কে সেই ব্যক্তি? তিনি আর কেউ নন বরং সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি হরমনপ্রীত নিজেই জানান 'লিটল মাস্টার' তাঁকে বিশ্বকাপ ফাইনালের আগের রাতে ফোন করেছিলেন। হরমনপ্রীতকে কি বলেছিলেন সচিন? ভারতীয় বিশ্বজয়ী অধিনায়ক বলেন, 'ফাইনালের আগে রাতে সচিন স্যর ফোন করেছিলেন। ওঁ নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং আমাদের সবসময় ভারসাম্য বজার রাখতেও বলেন।'
সচিন আরও যোগ করে, 'ম্যাচ যদি খুব দ্রত গতিতে এগিয়ে যায়, সেক্ষেত্রে জিনিসপত্র একটু থামিয়ে গতিটা কমাতে হবে। এই গতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা কর। খুব তাড়াহুড়ো করলে বা বাড়তি গতিতে এগোলে সেজ্ঞেত্রে ধ্বস নামার সুযোগ রয়েছে, মুখ থুবড়ে পড়তে হতে পারে। সেই ভুলটাই যেন আমরা না করি, সেদিকে জোর দিতে হবে।'
বিশ্বজয়ী হলেও এখনও সেই বিষয়টা যেন মেনে নিতে বেশ সময় লাগবে বলেই জানান হরমনপ্রীত। 'সত্যি বলতে সবটা বুঝে নিতে, এখনও খানিকটা সময় লাগবে। হয়তো বেশ কয়েক মাস পরে আমি প্রকৃত অর্থে বুঝতে পারব ঠিক সাফল্য অর্জন করেছি আমরা। দেশের জন্য কী জিতেছি। গোটাটা এখনও বুঝে উঠতে পারছি না।'
আইসিসি-র বিরাট ঘোষণা
ভারতের বিশ্বজয়ের পরে সপ্তাহখানেকও হয়নি, এরই মধ্যে মহিলাদের বিশ্বকাপ (ICC Women's World Cup) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। ২০২৯ সালের বিশ্বকাপ থেকেই হতে চলেছে বড় বদল।
আইসিসির সিদ্ধান্তে ফের একবার বিশ্বব্যাপী মহিলাদের ক্রিকেটের উন্নতির প্রচেষ্টা প্রতিফলিত হল। আইসিসির বোর্ডের তরফে শুক্রবার, ৭ নভেম্বরই জানানো হয় পরেরবারের বিশ্বকাপে আর আট নয়, বরং দশটি দল সেরার শিরোপা জেতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। আইসিসির তরফে আরও জানান হয় এই বারের বিশ্বকাপে প্রায় তিন লক্ষ সমর্থক মাঠে বসে খেলা দেখেছেন যা দর্শকসংখ্যার নিরিখে সর্বকালের রেকর্ডও বটে।




















