Sachin Tendulkar: ম্যাচের আগের রাতে ঘুমোতে পারেননি, ২০০৩ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের স্মৃতিচারণায় সচিন
IND vs PAK: সেই ম্যাচে সচিন তেন্ডুলকরের ৯৮ রানের ইনিংসটি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ওয়ান ডে ইনিংস হিসেবে বিবেচিত হয়ে থাকে।
![Sachin Tendulkar: ম্যাচের আগের রাতে ঘুমোতে পারেননি, ২০০৩ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের স্মৃতিচারণায় সচিন 'I said, what do you mean...': Sachin Tendulkar opens up on India-Pakistan World Cup tie, recalls iconic six Sachin Tendulkar: ম্যাচের আগের রাতে ঘুমোতে পারেননি, ২০০৩ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের স্মৃতিচারণায় সচিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/84c8435b4681c44e190e3e50d054edac1679061383677206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ডুয়েল মানা হয় ভারত-পাক মহারণকে। মাঠ হোক বা মাঠের বাইরে, সবেতেই যে কোনও মহারণকে টেক্কা দেবে ভারত-পাক ডুয়েল। আর এই মহারণের কথা উঠলেই ২০০৩ বিশ্বকাপের (world Cup 2003) ভারত-পাক ডুয়েলের কথা উঠবেই। সেই ম্যাচে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ৯৮ রানের ইনিংসটি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ওয়ান ডে ইনিংস হিসেবে বিবেচিত হয়ে থাকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল সেই ম্যাচে ৬ উইকেট জয় ছিনিয়ে নেয়।
এক সাক্ষাৎকারে সেই ম্যাচের সম্পর্কে কথা বলতে গিয়ে সচিন বলেন, ''আমি ২০০৩ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের আগের রাতে ঘুমোতে পারিনি। আমরা সবাই জানি যে ভারত-পাক দ্বৈরথ সবসময়ই হাই ভোল্টেজ। সবার একটাই দাবি যে অন্য ম্যাচ যাই হোক না কেন, এই ম্যাচটা জিততেই হবে। প্রত্যেকের প্রত্যাশা থাকে। তাই আলাদা একটা চাপ সবসময় কাজ করে।'' সেই ম্যাচে পাকিস্তানের ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে শোয়েবের বলে আপার কাটে একটি পেল্লাই ছক্কা হাঁকিয়েছিলেন। এই শটটিকেই অন্যতম সেরা শট হিসেবে বেছে নিয়েছেন মাস্টার ব্লাস্টার। তিনি বলেন, ''এই ধরণের শট কখনও প্ল্যান করে হয় না। যখন এমন বল খেলার সুযোগ থাকে, তখন শট খেলতে হয়। আমি দেখেছিলাম যে অফস্ট্যাম্পের কিছুটা বাইরে রয়েছে সেই বল, এমনকী শর্ট বলও, তাই আমি শটটি মারতে চেয়েছিলাম।''
পুল-এর সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান বোর্ডে তুলে নিয়েছিল পাকিস্তান। জবাবে ব্য়াট করতে নেমে ৭৫ বলে ৯৮ রানের ইনিংস খেলেন সচিন। অর্ধশতরানের ইনিংস খেলেন যুবরাজ সিংহ। অন্যদিকে ৪৪ রানে অপরাজিত থাকেন দ্রাবিড়। ৪৫.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।
পন্থের সঙ্গে দেখা করলেন যুবি
গাড়ি দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর এখনও মাঠে ফিরতে অবশ্য বেশ খানিকটা সময় লাগবে। তবে তিনি দ্রুতই মাঠে ফিরবেন বলে আশাবাদী প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিংহ (Yuvraj Singh)। সম্প্রতি পন্থের সঙ্গে দেখাও করেন যুবরাজ।
পন্থের সঙ্গে সাক্ষাৎ করার ছবিটা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যুবরাজ সিংহ। সেই সাক্ষাৎকারে ভারতের তারকা কিপার পন্থকে ইতিবাচক মানসিকতার হাসিখুশি ছেলে বলে দাবি করে যুবরাজ লেখেন, 'ছোট ছোট কয়েকটি ধাপ। এই চ্যাম্পিয়নটি আবার ঘুরে দাঁড়াবেই। তোমার সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। খুবই ইতিবাচক ও হাসিখুশি একটা ছেলে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।' প্রসঙ্গত, পন্থের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নারকে দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)